বিস্ফোরণে কাঁপল সৌদি আরবের জেদ্দা শহর। প্রথম বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে। একটি সমাধিস্থলে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় অনেকে জখম হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি আধিকারিকরা।
ফ্রান্সের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। কারা জখম হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য়, গত ২৯ অক্টোবর জেদ্দা শহরে ফরাসি কনস্য়ুলেটের সামনে এক প্রহরী ছুরিকাহত হন। দেশের বাসিন্দাদের জন্য় সর্বোচ্চ অ্য়ালার্ট জারি করেছে ফ্রান্স।
আরও পড়ুন: ফ্রান্সে সম্প্রীতির ছবি, গির্জা আগলালেন ফরাসি মুসলিম যুবকরা
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর নবীর কার্টুন দেখানোর অভিযোগে ১৬ বছরের এক চেচেন বংশোদ্ভূত কিশোর ফরাসি শিক্ষকের প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। এ ঘটনাকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন খ্রিস্টান অধ্যুষিত ফ্রান্সের বুদ্ধিজীবীরা। কিন্তু নবীর কার্টুনকে ঘিরে ফ্রান্সের ভূমিকার কড়া নিন্দা করেছে সৌদি, তুরস্ক, পাকিস্তান-সহ একাধিক মুসলিম প্রধান রাষ্ট্র।
এরপর, ফ্রান্সের নিস শহরে এক চার্চে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক মহিলার মুণ্ডচ্ছেদ করে এক হামলাকারী। ছুরি নিয়ে হামলায় আরও ২ জনের মৃত্য়ুর খবর মেলে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন