scorecardresearch

নর্দমায় জমা গ্যাস থেকে বিস্ফোরণ, পাকিস্তানে হত ১০

শনিবার পাকিস্তানে বন্দর শহর করাচির শেরশাহ এলাকায় বিস্ফোরণ ঘটে।

Three blasts hit Kabul high school updates
ফাইল চিত্র

পরিকল্পনা ছাড়াই পুরনো শহরের নিকাশি নালাগুলিকে ঢেকে দেওয়া হচ্ছে। ফলে আবর্জনার গ্যাস বেরতে পারছে না। তার জেরেই শনিবার পাকিস্তানে বন্দর শহর করাচির শেরশাহ এলাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিহত ১০ জন। আহত ১৩। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের মুখপাত্র সোহেল জোখিও বলেন, একটি ব্যাঙ্ক ভবনের নিচে নর্দমায় জমে থাকা গ্যাস থেকে কিছু একটা জ্বলে উঠতে দেখা যায়, তারপরই বিস্ফোরণ ঘটে। কী কারণে গ্যাস জ্বলেছিল তা এখনও পরিষ্কার নয় বলে দাবি এই পুলিশ আধিকারিকের। তবে বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দলকে তদন্তের জন্য তলব করা হয়েছে।

জোখির কথায়, বিস্ফোরণের জেরে আশেপাশের বাড়িগুলির জানালা ভেঙে গিয়েছে এবং কাছাকাছি একটি পার্ক করা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচির ট্রমা সেন্টারের চিকিৎসক সাবির মেমন জানিয়েছেন, এই বিস্ফোরণে ১০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন, অন্তত তিনজনের অবস্থা গুরুতর। জখমদের বেশ কয়েকজন আইসিইউ-তে চিকিৎসাধীন।

শহরের অনেক নিকাশি নালার উপর কংক্রিটের কাঠামো নির্মাণ করে বেশিরভাগই অবৈধভাবে ঢেকে দেওয়া হয়েছে। তার জেরেই এই ধরণের বিপত্তি বলে মনে করা হচ্ছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest World news download Indian Express Bengali App.

Web Title: Gas explosion in sewer kills 10 in karachi pakistan