Advertisment

কাবুলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে পাশে ছিল আমেরিকা

দফায়-দফায় কথা হয় ভারত ও মার্কিন প্রশাসনিক কর্তাদের৷ কাবুল বিমানবন্দরে থাকা মার্কিন সেনা ভারতীয় আধিকারিকদের ফেরাতে যথেষ্ট সাহায্য করেছে৷

author-image
IE Bangla Web Desk
New Update
How India, america worked the lines to evacuate their staff

তালিবানি কব্জায় গোটা আফগানিস্তান৷ ইতিমধ্যেই সেদেশে আটকে থাকা রাষ্ট্রদূত-সহ আধিকারিক ও বেশ কিছু ভারতীয়কে বিশেষ বিমানে ফিরেয়েছে কেন্দ্রীয় সরকার৷ কাবুল থেকে ভারতীয় কূটনীতিক এবং নাগরিকদের উদ্ধারের কাজটা সহজ ছিল না৷ যেদিন তাঁদের উদ্ধার করে ভারতে ফেরানো হয় ঠিক তার আগের রাতে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল৷ আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল ভারত৷ দিল্লিতে বিদেশমন্ত্রকের কর্তারা মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে ভারতীয়দের কাবুল থেকে বের করে৷

Advertisment

সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাবুলে আটক ভারতীয়দের ফেরানো নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনের সঙ্গে দফায়-দফায় আলোচনা করেন৷ দু’তরফে বারংবার আলোচনা চালিয়ে আফগানিস্তানে আটক দুই দেশের নাগরিকদের উদ্ধারে চেষ্টা চালানো হয়৷ ভারতের তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা সব সময় মার্কিন বিদেশমন্ত্রকের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন৷ অপারেশনাল স্তরে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (পাকিস্তান-আফগানিস্তান-ইরান) জে পি সিং মার্কিন কর্তা অতুল কেশাপের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন। ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরাও এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন৷

আরও পড়ুন- শুঁকেই ধরিয়ে দিত বিস্ফোরক, কাবুল থেকে ভারতে ফিরল মায়া-ববি-রুবি

কাবুল বিমানবন্দরে পৌঁছনোর রাস্তাটাই ছিল চ্যালেঞ্জ৷ বিমানবন্দরের বাইরে মোতায়েন তালিবান যোদ্ধা৷ ভারতের আশঙ্কা ছিল, বিমানবন্দরে ভারতীয় আধিকারিকদের পৌঁছতে বাধা দিতে পারে তালিবান৷ সেই কারণেই মার্কিন প্রশাসনিক কর্তা অতুল কেশাপের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন বিদেশসচিব থেকে শুরু করে অন্যরা। কাবুল বিমানবন্দরে এখনও মার্কিন সেনারই আধিপত্য রয়েছে৷ কাবুল বিমানবন্দরে থাকা মার্কিন বেস কমান্ডারের সঙ্গে সারাক্ষণ কথা বলে গিয়েছেন অতুল৷ বিমাবন্দরে ঢুকতে ভারতীয় আধিকারিকদের গাড়ি যাতে আটকানো না হয় সেব্যাপারে কথা বলে গিয়েছেন অতুল৷

কাবুল থেকে ভারতীয় আধিকারিকদের দেশে ফিরতে যথেষ্ট সাহায্য করেছে মার্কিন সেনা৷ ওই রাতে ভারতীয় আধিকারিকদের নিয়ে গাড়ি যখন কাবুল বিমানবন্দরের গেটে পৌঁছোয় তখন সেখানে বিশাল ভিড় ছিল৷ সেই ভিড় এড়িয়ে ভারতীয়দের গাড়ি ঢোকানো কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে৷ সেই কারণেই ভারতীয়দের বিমানবন্দরের অন্য একটি গেট দিয়ে ঢোকানোর বন্দোবস্ত করে মার্কিন সেনা৷ কাবুলে আটক আধিকারিকদের ফেরাতে পুরো প্রক্রিয়াটি দিল্লি, কাবুল এবং ওয়াশিংটনে দফায়-দফায় কথা বলে করা হয়েছিল৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Kabul Indian Government
Advertisment