আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতগুলো তকমা তাঁর সাফল্যের ঝুলিতে। তিনি কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সহকারী। বিডেনের বক্তব্য পেশের আগেই বিজয় ভাষণে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন কমলা। বলেছেন, 'আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে আমিই প্রথম মহিলা, কিন্তু আশা করি এটাই শেষ নয়।'
Advertisment
সুযোগ কাজে লাগিয়ে স্বপ্নপূরণের দেশ আমেরিকা- মনে করেন হ্যারিস। প্রতিটি আমেরিকায় কন্যা শিশুকে স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই দেশ সম্ভাবনার দেশ। প্রতিটি ছোট মেয়ে যাঁরা আজ এই অনুষ্ঠান দেখছেন তাঁদের স্বপ্ন দেখতে বলব। জাতপাত-বর্ণ ভুলে স্বপ্ন দেখুন। একই সঙ্গে স্বপ্ন পূরণের জন্য একাগ্র চিত্তে কাজ করুন। স্বপ্ন সফল হবেই।'
আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা। তাঁর রক্তে তিন মহাদেশ— আফ্রিকা, আমেরিকা এবং এশিয়া। অতিমারির সময়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশে ঘটে যাওয়া নির্বাচনে যেন এক নীরব বিপ্লব ঘটল। এখন স্বপ্ন দেখার কথা বলে ভবিষ্যতের এমন আরও বিপ্লবকে যেন উস্কে দিতে চাইলেন কমলা।
বিজয় ভাষণ মঞ্চে এ দিন মা শ্যামলা গোপালনকেও স্মরণ করেন কমলা। উল্লেখ্য, ১৯৬৪ সালে অকল্যান্ডে জন্মহয় কমলার। তাঁর মা শ্যামলা ছিলেন ক্যানসার বায়োলজিস্ট ও বাবা অর্থনীতিবিদ ডোনাল্ড জে হ্যারিস। এর আগে, ক্যালিফোর্নিয়ার সেনেটর ও সান ফ্রানন্সিকোর প্রথম ডিস্ট্রিকট অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন।
ডেমোক্র্যটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে গত ডিসেম্বরেই সরে দাঁড়িয়েছিলেন কমলা হ্যারিস। তবে, অগাস্টেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলার নাম দলের তরফে ঘোষণা করেছিলেন বিডেন। মনে করা হয়েছিল অশেতাঙ্গ ভোটে প্রভাব ফেলতে পারবেন কমলা হ্য়ারিস। সেই কৌশল বাস্তবেও সম্পন্ন।