Advertisment

কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে ভারতে ফিরল বায়ুসেনার বিমান

এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন বহু ভারতীয়৷ তাঁদের ফেরাতেও তৎপরতা নিচ্ছে দিল্লি৷

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বিধ্বস্ত কাবুল৷ তালিবান গ্রাসে গোটা আফগান-মুলুক৷ আফগানিস্তান তালিবানিদের দখলে চলে যাওয়ার পর থেকে নাগরিকদের সরাতে শুরু করেছে একাধিক দেশ৷ পিছিয়ে নেই ভারতও৷ তালিবানিদের হাত থেকে নাগরিকদের বাঁচাতে জোর তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ রবিবার সকালে কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিশেষ বিমান৷

Advertisment

ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি৷ গোটা কাবুল তালিবানের কব্জায়৷ রাজধানী কাবুল এক সপ্তাহ আগে তালিবানদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে৷ রবিবার সকালে ভারত বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে ১০৭ জন ভারতীয়-সহ মোট ১৬৮ জনকে দেশে ফিরিয়েছে৷ এছাড়াও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লিতে ফিরেছেন আরও ৮৭ ভারতীয়৷ এরই পাশাপাশি দোহা থেকে দেশে ফিরছে আরও ১৩৫ ভারতীয়৷ শনিবার কাবুল বিমানবন্দর থেকে এদের উদ্ধার করা হয়েছিল৷

আরও পড়ুন- সেপ্টেম্বরেই সম্ভবত স্কুলে করোনা টিকার প্রথম ডোজ, পরিকল্পনা জাইডাসের

আফগান মুলুক তালিবানের দখলে যাওয়ার পর থেকে দেশ ছাড়তে শুরু করেছেন বিদেশিরা৷ বহু আফগান নাগরিকও প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে অন্যত্র যেতে চাইছেন৷ কাবুল বিমানবন্দরে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড়৷ বিদেশিদের পাশাপাশি আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টায় সেখানাকার নাগরিকদের একটি বড় অংশ৷ ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়ার পর থেকেই ক্রমশ খারাপ হচ্ছে সেখানকার পরিস্থতি৷ অত্যাচার তুঙ্গে তুলেছে তালিবান৷ নির্বিচারে খুন চলছে অহরহ৷ মহিলাদের উপর তালিবানিদের অকথ্য অত্যাচারের ছবি প্রতিদিন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াগুলিতে৷ যে ছবি দেখে আঁতকে উঠছে গোটা বিশ্ব৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India Taliban Kabul Afganistan
Advertisment