/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/s-jaishankar.jpg)
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
মহাত্মা গান্ধীর মতই গৌতম বুদ্ধও এ দেশের 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয়'। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য নেপালে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। নেপালের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বুদ্ধকে নিয়ে ভারতের বিদেশমন্ত্রীর মন্তব্যে প্রবল অসন্তোষ ব্যাক্ত করেছে।
ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কনফেডারেশন-এর শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে, 'এমন দু'জন শ্রেষ্ঠ ভারতীয় কারা যাঁদের আপনারা সবসময় মনে করতে চান। আমি বলতে পারি যে, একজন গৌতম বুদ্ধ এবং অন্য জন হলেন মহাত্মা গান্ধী। সর্বশ্রেষ্ঠ হিসাবে আমাকে বা আপনাকে ভারত মনে রাখবে না। সর্বশ্রেষ্ঠ হলেন তাঁরাই যাঁদের গোটা বিশ্ব স্মরণ করে।'
নেপাল কমিউনিস্ট পার্টির নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমার বলেছেন, গৌতম বুদ্ধকে নিয়ে জয়শঙ্করের করা মন্তব্য 'ক্ষতিকারক'।
প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'এটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নথি দ্বারা প্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত-অনস্বীকার্য সত্য যে গৌতম বুদ্ধের জন্ম নেপাল লুম্বিনিতে হয়েছিল। লুম্বিনি বুদ্ধের জন্মস্থান ও বৌদ্ধবাদের পীঠস্থান। এই অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজবলে ঘোষণা করেছে ইউনেস্কো।'
একই সঙ্গে নেপালের বিদেশ মন্ত্রকের দাবি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেদেশের সংসদে গিয়ে বক্তব্য রেখেছিলেন তখন তিনি বলেছিলেন যে, 'নেপাল হল এমন এক দেশ যেখানে বিশ্ব শান্তির প্রেরণা বুদ্ধের জন্ম হয়েছিল।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন