কোভিড যখন আমাদের দেশে রাজনীতির হাতিয়ার, অন্য দেশে এই অতিমারী একটা বড় চ্যালেঞ্জ। ভারতে যখন করোনার ভ্যাকসিন নির্বাচনী যুদ্ধের হাতিয়ার হয় সেইসময় জাপান দেশের স্বার্থে বিরাট পদক্ষেপ করল। জাপানের পার্লামেন্টে বিল পাশ করে দেশের সমস্ত মানুষের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করছে সে দেশের সরকার। ভয়াবহ এই অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে জিততে নজিরবিহীন পদক্ষেপ করল সূর্যোদয়ের দেশ।
বুধবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে ঐতিহাসিক বিল পাশ হওয়ার পর উচ্চকক্ষে সেই বিল পেশ হয়েছে। সেখানেও পাশ হওয়ার মুখে সেই বিল। এরপরই আইনে পরিণত হবে এই বিল। এই আইন পাশ হলে স্থানীয় প্রশাসন গণ টিকাকরণের যাবতীয় বন্দোবস্ত করবে। এমনটাই জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রক। জাপানে শীতের মরশুমে করোনার দ্বিতীয় ঢেউ দাপট দেখাচ্ছে। স্থানীয় বার-রেস্তরাঁগুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে সংক্রমণের আশঙ্কায়। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, আর্থিক দিক থেকে জাপানের ক্ষতি হয়েছে অতিমারীর জেরে। যদিও বিশ্বের উন্নত সাতটি প্রধান দেশের তুলনায় জাপানে মৃত্যুর সংখ্যা কম। কিন্তু করোনার মারে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি।
আরও পড়ুন চিনের তৈরি করোনা টিকা নিয়েছেন কিম ও তাঁর পরিবার!
সুগা আশ্বস্ত করেছেন, দেশের জনগণের জন্য পর্যাপ্ত করোনার টিকার ডোজ আগামী বছরের মাঝামাঝির মধ্যে প্রদান করা হবে। তবে বিদেশি নাগরিকদের আদৌ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ৬৯ শতাংশ জাপানি নাগরিক বিনামূল্যে টিকা পেতে আগ্রহী। সে দেশের মানুষ অধিকাংশই আত্মনির্ভর। সরকারের মুখাপেক্ষী নয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন