সিরিয়ায় মার্কিন হামলায় হত আইএস শীর্ষ নেতা, জানালেন বাইডেন

সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্তের ইদলিব প্রদেশে বুধবার রাতভর অভিযান চালায় মার্কিন বাহিনী।

সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্তের ইদলিব প্রদেশে বুধবার রাতভর অভিযান চালায় মার্কিন বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
নাগরিকত্ব প্রমাণে ৩ বছর ধরে আইনি লড়াই, 'অবসাদে' আত্মঘাতী অসমের বৃদ্ধ

প্রতীকী ছবি

মার্কিন সেনার এলিট বাহিনীর হামলায় মৃত্যু হল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর এক নেতার। সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্তের ইদলিব প্রদেশে বুধবার রাতভর অভিযান চালায় মার্কিন বাহিনী। সেই অভিযানেই মৃত্যু হয়েছে আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশির। একথা বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisment

এর আগে একই এলাকায় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর কয়েকদিন পরই আইএস-এর দায়িত্ব কাঁধে চেপেছিল কুরেশির। সম্প্রতি আফগানিস্তানের মতো সিরিয়াতেও মাথাচাড়া দিয়ে উঠেছে আইএস। উত্তর-পশ্চিম সিরিয়ায় তারা লাগাতার সন্ত্রাস চালাচ্ছিল। গত মাসের শেষ দিকে, সিরিয়ায় এক কারাগার দখল করার জন্য টানা ১০ দিন ধরে হামলা চালিয়েছে আইএস। এইসব হামলার পিছনে ছিল কুরেশি। সংগঠনে তার নাম ছিল আমির মহম্মদ সৈয়দ আবদাল-রহমান আল- মউলা।

মার্কিন সেনার মুখপাত্র জানান, বাগদাদির কায়দাতেই মৃত্যু হয়েছে কুরেশির। মার্কিন সেনাকে দেখে ওই জঙ্গি নেতা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে মহিলা ও শিশু-সহ কুরেশির পরিবারের অন‍্যান‍্য সদস্যরাও মারা গেছে। সব মিলিয়ে ছ'টি শিশু এবং চার জন মহিলা-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisment

আরও পড়ুন গালওয়ানে বহু চিনা সেনার ডুবে মৃত্যু হয়, দাবি অস্ট্রেলীয় সংবাদপত্রের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টার নিয়ে অভিযানে নেমেছিল মার্কিন এলিট বাহিনী। কুরেশির ঠিকানায় মার্কিন এলিট বাহিনীর জওয়ানরা পৌঁছতেই জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। দু'ঘন্টা ধরে চলে উভয়পক্ষের মধ‍্যে গুলিবিনিময়। সঙ্গে মুহুর্মুহু মেলে বিস্ফোরণের আওয়াজ।

Syria Joe Biden ISIS