মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাভার ডেপুটি কমলা হ্যারিসের হাতে তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসার কারণে হোয়াইট হাউস থেকে ছুটিতে যাচ্ছেন বাইডেন। তাই রাষ্ট্রপতির দায়িত্বভার ভাইস প্রেসিডেন্ট কমলার হাতে তুলে দিলেন বাইডেন। বাইডেনের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব সামলান কমলা।
বাইডেনের এই একটা পদক্ষেপে ইতিহাস সৃষ্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার ইতিহাসে প্রথম কোনও মহিলা রাষ্ট্রপতির কুর্সিতে বসলেন। উপরাষ্ট্রপতি হয়ে আগেই ইতিহাস গড়েছেন ইন্দো-আমেরিকান মহিলা। এবার বাইডেনের জায়গায় কিছুক্ষণ দায়িত্বভার সামলান তিনি। হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে কার্যভার সামলান কমলা।
হোয়াইট সূত্রে খবর, কোলনোস্কপি করালেন বাইডেন। সেই জন্য অ্যানাস্থেশিয়া দেওয়া হয় তাঁকে। সেই সময়টুকুর জন্য প্রেসিডেন্টের দায়িত্ব সামলান কমলা হ্যারিস। তাঁর কার্যকাল ছিল মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিট।
প্রসঙ্গত, ক্ষমতার আসার পর এটাই প্রথম রুটিন মেডিক্যাল চেক আপ বাইডেনের। ৭৯ বছরের বাইডেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বৃদ্ধ রাষ্ট্রপতি। হোয়াইট হাউসে চার বছর মেয়াদ সম্পূর্ণ করার পর দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদের জন্য ভোটে লড়বেন কি না বাইডেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। তবে ঘনিষ্ঠ মহলে বাইডেন জানিয়েছেন, কমলাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার ভোটে লড়তে চান তিনি। তবে শরীর যদি সাথ দেয়।
আরও পড়ুন ইসলামবিরোধী আইন! ধর্ষকদের চরম শাস্তির সিদ্ধান্ত বাতিল পাকিস্তানের
জানা গিয়েছে, ওয়াল্টাল রেড মিলিটারি হাসপাতালে কোলনোস্কপি হয় বাইডেনের। হোয়াইট হাউসের দাবি, এটা রুটিন চেক আপ। চিকিৎসার জন্য অজ্ঞান করা হয় বাইডেনকে। সেইসময়টা ক্ষমতা ছিল কমলা হ্যারিসের হাতে। সেনাবাহিনী থেকে পরমাণু অস্ত্রের ভাণ্ডারের দায়িত্বও তাঁর কাঁধে ছিল। নিয়ম অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট দেশের দায়িত্বভার সামলান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন