Advertisment

শুরু বিশ্বযুদ্ধ, ইউক্রেনের আকাশ ঢাকা কালো ধোঁয়ায়, লুহানস্কের দুটি শহরের দখল নিল রাশিয়া

রাশিয়া শুধু যুদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত থাকেনি। ইউক্রেন সরকারকে অস্ত্র সমর্পণ করারও হুঁশিয়ারি দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Live Updates, Russia starts military operation in Ukraine, explosions Sound heard in Kyiv, Kharkiv

যুদ্ধ শুরুর ঘোষণা রাশিয়ার।

রাশিয়ার হামলায় নিহত হল ইউক্রেনের শতাধিক সেনা। পালটা, রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করল ইউক্রেন। টেলিভিশন চ্যানেলে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণার পর থেকেই পুরোদস্তুর যুদ্ধে নেমে পড়েছে রাশিয়া। রুশ সেনা ইউক্রেনের খারকিভে বর্তমানে বিমান হানা চালাচ্ছে। খারকিভের বহুতলগুলোয় আছড়ে পড়ছে রাশিয়ার বিমান থেকে গোলা। ইতিমধ্যেই ক্রুজ মিসাইল আছড়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে।

Advertisment

গত কয়েকদিন ধরেই গোটা বিশ্ব অপেক্ষা করছিল এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির। শেষ পর্যন্ত হাজারো চেষ্টা করেও আটকানো গেল না যুদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ ঘোষণাই করে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ঘটনার পর থেকে ডোনেৎস্ক শহরে পাওয়া গিয়েছে লাগাতার বিস্ফোরণের শব্দ। এরপর ইউক্রেনের বুকে আছড়ে পড়ে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের সেনাসংখ্যা ১০ লক্ষের কাছাকাছি। কিন্তু, বেলা সাড়ে ১২টার মধ্যেই ইউক্রেনের লুহানস্কের দুটি শহর দখল করে নেয় রাশিয়া।

এর আগে রাশিয়ার শান্তিবাহিনী শহরে ঢোকার পর সেখানে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। বিস্ফোরণ ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভেও। রুশ প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে জানিয়েছেন, তারা যেন ইউক্রেন পরিস্থিতির মধ্যে মাথা না গলায়। মাথা গলালে ফল ভুগতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় ইউক্রেনজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। ইউক্রেনের পার্লামেন্ট সেই জরুরি অবস্থা ঘোষণার জন্য সেদেশের সরকারকে সম্মতি দিয়েছে।

রাশিয়া শুধু যুদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত থাকেনি। ইউক্রেন সরকারকে অস্ত্র সমর্পণ করারও হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার হুঁশিয়ারির পর আকাশপথে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনবাসী। এর মধ্যেই ইউক্রেন থেকে বিশেষ বিমানে ভারতে ফেরানো হয়েছে ১৮২ জন পড়ুয়াকে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তব্য স্থির করতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এই নিয়ে চলতি সপ্তাহেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ দ্বিতীয়বার জরুরি বৈঠকে বসল।

আরও পড়ুন- পুতিনের সঙ্গে প্রকাশ্যে গুপ্তচর বাহিনীর প্রধানের দ্বন্দ্ব, ইউক্রেনের অঞ্চল দখল নিয়ে মতান্তরের জের

রাশিয়ার এই সামরিক অভিযানের কথা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মার্কিন বিদেশ সচিব অ‍্যান্টনি ব্লিনকেন দাবি করেছিলেন, রাশিয়ার সামরিক অভিযান আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মস্কোর অবশ্য দাবি, তাদের স্বীকৃত নতুন সৃষ্টি হওয়া বিদ্রোহীদের রাষ্ট্রগুলোর ওপর হামলা চালাচ্ছিল ইউক্রেন সরকার। সেই কারণেই বিদ্রোহীরা ক্রেমলিনের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই সাহায্য দিতেই পালটা সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাত থেকে সকাল সাতটা পর্যন্ত আকাশপথ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র দিনের বেলায় চলবে বিশেষ বিমান। এমনটাই জানিয়েছে ইউক্রেন সরকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিয়েভ ছাড়াও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে খারকিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকেও।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশন যুদ্ধ ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জানান, বাকি বিশ্ব রাশিয়াকে যোগ্য জবাব দেবে এর মধ্যেই বেলা গড়াতে খবর মিলেছে ইউক্রেনের বিভিন্ন সেনা ভবনে আছড়ে পড়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। খারকিভ সেনাঘাঁটিতে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের নিপ্রোতে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসাতে জমা হয়েছে বিশাল সংখ্যক রুশ সেনা। কিয়েভ থেকেও বারবার পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ।

এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দাদের পথে বের হতে নিষেধ করা হয়েছে। যাঁরা বাড়ির বাইরে রয়েছেন, তাঁদের অবিলম্বে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তাঁরা শেষ পর্যন্ত লড়াই করবেন। রাশিয়া দাবি করেছে, এই হামলা বুধবার লুহানস্ক এলাকায় মর্টার হামলার ফল। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন।

Read story in English

russia Ukraine Flight Ukraine Ukraine Crisis
Advertisment