Advertisment

অন্ধকারে ডুবল পাকিস্তান, ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতান-সহ একাধিক শহর।পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অন্ধকারে ডুবে গেল পাকিস্তান। সৌজন্যে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়।

Advertisment

পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র দ্য ডনের রিপোর্ট অনুসারে, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতান-সহ একাধিক শহর।

পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল এবং ইন্টারনেট সব সব ধরণের জরুরি পরিষেবা ব্যাহত হয়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে গোটা পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।'

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান জানান, 'হঠাৎ বিদ্যুৎ বণ্টন পরিষেবার ফ্রিকোয়েন্সি একধাক্কায় পঞ্চাশ থেকে শূন্যে পড়ে যাওয়ায় অন্ধকারে ডুবে গিয়েছে পাকিস্তান।'

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যাৎ পরিষেবা ফিরছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan
Advertisment