ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলা নিয়ে এবার মুসলমানদের পক্ষে সরব হলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। তিনি বলেন, মুসলমানদের অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেওয়ার। ৯৫ বছরের মাহাতির বলেন তিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু এটি অন্যকে অবমাননার জন্য ব্যবহার করা উচিত নয়।
বৃহস্পতিবার একাধিক টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র তীব্র সমালোচনা করেন মাহাথির মহম্মদ। তিনি ট্যুইটারে লিখেছেন, ম্যাক্রোঁর আচরণ দেখে মনে হচ্ছে না তিনি একজন সভ্য মানুষ। তাঁর দাবি, একজন স্কুল শিক্ষককে খুন করার জন্য যেভাবে তিনি ইসলাম ধর্ম ও মুসলিমদের দায়ী করেছেন তা পক্ষপাতদুষ্ট মনোভাবেরই পরিচয়।
মহানবী-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অন্য একটি টুইটে তিনি আরও উল্লেখ করেন, অতীতের গণহত্যার জন্য মুসলমানদের ক্রুদ্ধ হওয়ায় লক্ষ লক্ষ ফরাসী মানুষকে হত্যা করার অধিকার রয়েছে। মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে বিশ্বাস করেন না। তাই ফয়ারিসেরও সেই কাজ করা উচিত নয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কে ইঙ্গিত করে মালয়েশীয় রাজনীতিক লিখেছেন, এক রাগান্বিত ব্যক্তির দায় যখন পুরো মুসলিম ও মুসলিমদের ধর্মের উপর চাপাচ্ছেন তখন ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে মুসলমানদের। মাহাথির আরও লিখেছেন, এটি ইসলামের শিক্ষার সঙ্গে যায় না। কিন্তু ধর্ম নির্বিশেষে রাগান্বিত মানুষ হত্যা করে। ইতিহাসের পরিক্রমায় ফরাসি লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তাদের অনেকেই ছিলেন মুসলিম।
এদিকে, ফ্রান্সের একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ প্রশ্নে সর্বদা ফ্রান্সের পাশে আছে ভারত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন