Advertisment

ঢাকার বাতাসে 'বিষ', মাত্রাছাড়া দূষণে কমছে আয়ু, ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা

ঢাকার বাতাসে শ্বাস নেওয়া আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে।

author-image
IE Bangla Web Desk
New Update
massive air pollution occured in bangladesh capital dhaka

প্রতীকী ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকায় নিঃশ্বাসে 'বিষ'। দিন যত যাচ্ছে ততই ঢাকার বাতাসে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়া আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। শুধু ঢাকাই নয়, লাগোয়া নারায়ণগঞ্জ, সাভার, গাজিপুরেও ভয়ঙ্কর বায়ু দূষণের জেরে জেরবার স্থানীয় বাসিন্দারা। মারাত্মক এই দূষণের জেরে ঢাকা-সহ আশেপাশের এলাকার বাসিন্দাদেরও নানাবিধ শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশের অগ্রণী সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় রাজধানী ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উদ্বেগ বেড়েছে।

Advertisment

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে বাংলাদেশে যক্ষ্ণা ও এইডসের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে বায়ু দূষণজনিত একাধিক রোগ। এতেই বর্তমানে বেশি মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে রাজধানী ঢাকা ও লাগোয়া এলাকাগুলিতে বায়ু দূষণজনিত নানা রোগ যেন নীরব ঘাতক হয়ে উঠেছে। ওয়াকিবহাল মহলের অভিযোগ, বায়ু দূষণ রোধে নিযুক্ত সরকারি সংস্থাগুলির চরম গাফিলতিই এক্ষেত্রে দায়ী। দূষণ ছড়ায় এমন গাড়ি বা শিল্প প্রতিষ্ঠানে নজরদারির অভাব বায়ু দূষণের অন্যতম বড় কারণ বলেও মনে করছেন কেউ কেউ।

'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বাংলাদেশের পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান 'ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট' বা আইপিডি বায়ু দূষণ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছে। সেই পর্যালোচনা বৈঠকেই জানা গিয়েছে, গত সপ্তাহের ৭ দিনের মধ্যে ৬ দিনই গোটা বিশ্বে দূষিত বায়ুর শহরের মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও পড়ুন- কুকুর পুষলে দিতে হয় মোটা টাকা ট্যাক্স, পড়শি দেশেই চালু এই ব্যবস্থা

ইতিমধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের অন্যত্র বায়ু দূষণ নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর আইন প্রণয়ন ও নজরদারির দাবি উঠেছে। দেশের পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি মাসে বাংলাদেশের বায়ু দূষণ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের উন্নত দেশগুলিতে তৈরি হলে দ্রুত সেখানে বিশেষ সতর্কতা জারি করা হতো বলেও মনে করছেন তাঁরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে বায়ু দূষণ চলতেই থাকলে ঢাকা-সহ লাগোয়া এলাকাগুলির বাসিন্দাদের আয়ুও কমতে থাকবে।

আরও পড়ুন- ছুটির দিনে বেড়াতে যাচ্ছেন? সঙ্গে রাখবেন ছাতা? জেনে নিন ওয়েদার আপডেট

'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ঢাকা শহরের বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হল ফিটনেস ছাড়া অবাধে গাড়ি চলাচল, একের পর এক ইটভাটা, রাস্তার যত্রতত্র খোঁড়খুঁড়ি, শিল্প কারখানার ধোঁয়া ও বর্জ্য, বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে সতর্কতামূক ব্যবস্থা না নেওয়া। মূলত এই কারণগুলির জেরেই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নিঃশ্বাসে দিনের পর দিন ছড়াচ্ছে 'বিষ'।

Bangladesh air pollution Dhaka
Advertisment