/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/vaccine-lead.jpg)
প্রতীকী ছবি।
করোনা ভ্য়াকসিন আবিষ্কারে আরও এক সাফল্য় সামনে এল। তাদের তৈরি করোনা ভ্য়াকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করল মডার্না। তাদের তৈরি ভ্য়াকসিনে আশার আলো দেখাচ্ছে বলে সোমবার জানিয়েছে মডার্না। উল্লেখ্য়, চলতি মাসের শুরুতে ফাইজার সংস্থা দাবি করেছিল, তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকরী।
মডার্নার প্রেসিডেন্ট ডা. স্টিফেন হোগের কথায়, ‘‘এটা সত্য়িই একটা মাইলস্টোন। দ্য় অ্য়াসোসিয়েটেড প্রেসকে হোগ বলেছেন, ‘‘এটা আমাদের সকলের কাছে আশার আলো। আসলে একটা ভ্য়াকসিন এই অতিমারী রুখতে সক্ষম’’। তাঁর আরও কথায়, ‘‘এটা মডার্না একা এই সমস্য়া মেটাতে পারবে না। বিশ্বজুড়ে চাহিদা মেটাতে আরও অনেক ভ্য়াকসিন জরুরি’’।
আরও পড়ুন: করোনায় আশার আলো, ৯০ শতাংশেরও বেশি কার্যকরী ফাইজার ভ্য়াকসিন
এর আগে, করোনা রুখতে তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে জানিয়েছে ফাইজার। ফাইজার ও জার্মানের বায়োএনটেক যৌথভাবে করোনার সম্ভাব্য় প্রতিষেধক তৈরি করছে। করোনা ভ্য়াকসিন তৈরিতে ক্লিনিক্য়াল ট্রায়ালে এই প্রথম কোনও সংস্থা এত বড় মাপের সাফল্য়ের মুখ দেখে।
উল্লেখ্য়, করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশাল আলো জাগালো বলেই মনে করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন