kabul Update: কাবুলের কাছে কারতে পারোয়ান এলাকায় এক গুরুদ্বারে আশ্রয় নিয়েছেন ২৬০ জন শিখ। নিরাপদ দেশে উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মার্কিন এক শিখ সংস্থা রবিবার এই দাবি করেছে।
জানা গিয়েছে, আশ্রয়ে থাকা শরণার্থীদের মধ্যে মহিলা এবং ৫০ জন শিশুও আছে। আটক শিখদের উদ্ধারে ভারত সরকারেরও সাহায্যপ্রার্থী ইউনাইটেড শিখ সংস্থা।
ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোব মাস্টার বিমান সে দেশ থেকে ভারতীয়-সহ একাধিক আফগান নাগরিককে উদ্ধার করেছে বায়ুসেনা। রয়েছেন আফগান সংসদের দুই সাংসদও। এক দুধের শিশুকে বিনা ভিসায় ভারতে এনেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এই অবহে গুরুদ্বারে আটকে থাকা শিখদের উদ্ধারে মোদি সরকারের সাহায্য চাইল মার্কিন ওই সংস্থা। সেই সংস্থা বলেছে, আমরা ইউএস, কানাডা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে আবেদন করেছি তাদের উদ্ধারে।
এদিকে, ফের অশান্ত কাবুল বিমানবন্দর চত্বর৷ সোমবার সকালে বিমাবন্দরের উত্তর গেটে আচমকা ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ বিমানবন্দরে ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকবাজ৷ পাল্টা গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়েছে৷ এরই পাশাপাশি আরও তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে আমেরিকা ও জার্মান সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন৷ জার্মান সামরিক বাহিনীর তরফে টুইটারে জানানো হয়েছে, নিহত বন্দুকবাজ বিমানবন্দরে পাহারার জন্য মোতায়েন তালিবান যোদ্ধাদের মধ্যে একজন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি৷
গত কয়েকদিনের মতো সোমবার সকালেও কাবুল বিমানবন্দরে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় রয়েছে৷ আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন প্রত্যেকে৷ বিদেশিদের পাশাপাশি সেই ভিড়ে সামিল হাজার-হাজার আফগান৷ তালিবানি নৃশংসতার আতঙ্কে এক বস্ত্রেই দেশ ছাড়তে মরিয়া আফগানরা৷ চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি কাবুল বিমানবন্দরে৷ বিমানবন্দরে মোতায়েন রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা৷ এছাড়াও জার্মান সেনাবাহিনীর সদস্যরাও কাবুল বিমানবন্দরে মোতায়েন রয়েছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন