Advertisment

ছুরিকাঘাতে রক্তাক্ত বার্মিংহাম, ‘গুরুতর ঘটনা’- জানাল পুলিশ

ইংল্যান্ডের বার্মিংহাম শহরজুড়ে আতঙ্ক। বার্মিংহামের প্রাণকেন্দ্রে ছুরিকাহত হয়েছেন বেশ কয়েকজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- প্রতীকী

ইংল্যান্ডের বার্মিংহাম শহরজুড়ে আতঙ্ক। বার্মিংহামের প্রাণকেন্দ্রে ছুরিকাহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার গভীর রাতের এই ঘটনাকে পুলিশ একটি ‘গুরুতর ঘটনা’ বলে ব্যাখ্যা করেছে।

Advertisment

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে যে, 'আমরা নিশ্চিত করছি যে রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টানাগাদ বার্মিংহামের সিটি সেন্টারে ছুরিচালানোর খবর আসে। দ্রুত আমরা সেখানে পৌঁছাই সঙ্গে ছিল অ্যাম্বুলান্স। এর কিছু পরেই ওই এলাকাতেই আরও ছুরিকাহত হওয়ার খবর মলে।'

‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করে বার্মিংহামের প্রাণকেন্দ্রে মানুষের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের তরফে অন্য একটি টুইটে বলা হয়েছে, ‘আমরা একাধিক আহত ব্যক্তির বিষয়ে জানি। কিন্তু কতজন আহত হয়েছেন বা কতজনের আঘাত গুরুতর, তা বলার মতো জায়গায় নেই আমরা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সব বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং আহতরা যাতে চিকিৎসা পান, তা নিশ্চিত করছে।’

কেন এমন ঘটল তা নিয়েও মুখ খোলেনি পুলিশ। মানুষকে ওই এলাকা ছাড়তে বলা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England
Advertisment