মুম্বই হামলার মূল চক্রী তথা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদকে ৩২ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আদালত সন্ত্রাসে অর্থমদতের অভিযোগে মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে কারাদণ্ডের পাশাপাশি ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানাও করেছে।
সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক এজাজ আহমেদ ভুট্টার শুক্রবার দুটি এফআইআরের ভিত্তিতে হাফিজকে ৩২ বছরের জেলের সাজা দেন। পঞ্জাব পুলিশের দুটি এফআইআরের ভিত্তিতে একটির জন্য ১৫.৫ বছর এবং আরেকটির জন্য ১৬.৫ বছরের কারাবাস দিয়েছেন বিচারক।
৭০ বছরের এই মৌলবীকে এর আগে ৩৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল পাঁচটি আলাদা আলাদা মামলায়। বর্তমানে তাঁর মাথায় ৬৮ বছরের জেলের সাজা ঝুলছে। তবে তাঁর আইনজীবী জানিয়েছেন, হাফিজকে বেশিদিন জেলে থাকতে হবে না।
আরও পড়ুন রাজনীতিটা ২২ গজ না, বোঝাল আদালত, আইনসভা মুলতুবিতে মুখ পুড়ল ইমরানের
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ধার্য করেছে আমেরিকা। হাফিজকে গত ২০১৯ সালের জুলাই মাসে সন্ত্রাসে টাকা জোগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লস্কর-ই-তইবা জামাত-উদ-দাওয়ার শাখা সংগঠন। লস্কর মুম্বইয়ে ২৬/১১ হামলায় যুক্ত। সেই হামলায় ১৬৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন।