প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তুলোধনা করলেন বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নওয়াজকে ‘শিয়াল’ বলে কটাক্ষ করে ইমরানের আক্রমণ, সেনায় বিদ্রোহ তৈরির চেষ্টা করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। দেশের রাজনীতিতে সেনার যোগের অভিযোগ করে সোচ্চার হয়েছেন নওয়াজ।
ঘুষ নেওয়ার অভিযোগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্য়ুত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান নেতা শরিফ। গতমাসে সরাসরি সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া ও আইএসআই প্রধান লেফট্য়ানেন্ট জেনারেল ফৈয়জ হামিদের নাম নিয়ে নওয়াজ দাবি করেছেন, ইমরানের জয় নিশ্চিত করতে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন তাঁরা।
গত ১৬ অক্টোবর ভার্চুয়াল মাধ্য়মে এই মন্তব্য় করেন শরিফ। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসান সরকারকে হঠাতে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ব্য়ানারে বিরোধী দলগুলি আয়োজিত সভায় বক্তব্য় রাখেন নওয়াজ।
আরও পডুন: ট্রাম্পের সুপ্রিম কোর্ট যাওয়ার পথে ‘কাঁটা’ অনেক
নওয়াজকে দুষে ইমরান বলেছেন, লন্ডনে বসে সেনাকে টার্গেট করছেন শরিফ। তাঁর আরও মন্তব্য়, পাকিস্তান সেনাবাহিনী দেশের রাজনীতিতে জড়িত বলে অভিযোগ করে আদতে সেনায় বিদ্রোহ তৈরির চেষ্টা চালাচ্ছেন নওয়াজ।
যদিও পাক সেনার তরফে নওয়াজের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তাঁকে সাহায্য় করার যে অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে তা নস্য়াৎ করেছেন ইমরান খানও।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন