সংসদ ভেঙে ফের সাধারণ নির্বাচনের নির্দেশ দিলেন নেপালের প্রেসিডেন্ট। জানা গিয়েছে পড়শি দেশের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডার আগামী ছ’মাসের মধ্যে এই নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ১২-১৮ নভেম্বরের মধ্যে এই নির্বাচন করতে হবে।
দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি ওলির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন ওলি। কিন্তু আইনি পরামর্শ নিয়ে সেই দাবি খারিজ করেন প্রেসিডেন্ট।
এর আগে নেপালের বিরোধী দল নেপাল কংগ্রেস চেষ্টা করেও সরকার গঠন করতে পারেনি। যদিও ১৫৩ জন সাংসদের সমর্থন আদায় করে নিতে পেরেছিলেন শাসক দলের নেতা কেপি ওলি।
তিন বছর আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল কেপির দল। সঙ্গে শরিক হয়েছিল মাও দল। কিন্তু দলে বিদ্রোহ এবং শরিকের হাতছাড়া। এই দুয়ের জাঁতাকলে সংখ্যালঘু হয়ে পড়ে সরকার।