হল না শেষ রক্ষা! সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেশে, আদেশ প্রেসিডেন্টের

তিন বছর আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল কেপির দল। সঙ্গে শরিক হয়েছিল মাও দল।

তিন বছর আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল কেপির দল। সঙ্গে শরিক হয়েছিল মাও দল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

সংসদ ভেঙে ফের সাধারণ নির্বাচনের নির্দেশ দিলেন নেপালের প্রেসিডেন্ট। জানা গিয়েছে পড়শি দেশের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডার আগামী ছ'মাসের মধ্যে এই নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ১২-১৮ নভেম্বরের মধ্যে এই নির্বাচন করতে হবে।

Advertisment


দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি ওলির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন ওলি। কিন্তু আইনি পরামর্শ নিয়ে সেই দাবি খারিজ করেন প্রেসিডেন্ট।

Advertisment

এর আগে নেপালের বিরোধী দল নেপাল কংগ্রেস চেষ্টা করেও সরকার গঠন করতে পারেনি। যদিও ১৫৩ জন সাংসদের সমর্থন আদায় করে নিতে পেরেছিলেন শাসক দলের নেতা কেপি ওলি।

তিন বছর আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল কেপির দল। সঙ্গে শরিক হয়েছিল মাও দল। কিন্তু দলে বিদ্রোহ এবং শরিকের হাতছাড়া। এই দুয়ের জাঁতাকলে সংখ্যালঘু হয়ে পড়ে সরকার।

KP Sharma Oli Nepal Congress