Advertisment

ফের রক্তাক্ত নিউজিল্যান্ড, হামলাকারী ISIS সমর্থককে নিকেশ করল পুলিশ

আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম ৬ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আততায়ীর হামলায় রক্তাক্ত হল অকল্যান্ড।

নিউজিল্যান্ডে ফের জঙ্গি নাশকতার ছক। আততায়ীর হামলায় রক্তাক্ত হল অকল্যান্ড। পুলিশ জানিয়েছে, কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সমর্থক এক যুবক অকল্যান্ড সুপার মার্কেটে অন্তত ৬ জনকে ছুরিকাঘাত করে। গুরুতর জখম হন ওই ৬ জন। এরপরই পুলিশ গুলি করে খতম করে ওই আততায়ীকে।

Advertisment

আততায়ীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। সংবাদ সম্মেলনে তিনি জানান, "এক নৃশংস আততায়ী সন্ত্রাসী হামলা চালিয়েছিল নিরীহ নিউজিল্যান্ড বাসীর উপর। পুলিশ তাকে খতম করেছে।" জানা গিয়েছে, ওই আততায়ী শ্রীলঙ্কার নাগরিক। নিউজিল্যান্ডে গত ১০ বছর ধরে বাস করছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, হামলা করার এক মিনিটের মধ্যে আততায়ীকে নিকেশ করেছে পুলিশ। জেসিন্ডার দাবি, আততায়ী ইসলামিক স্টেটের ভাবধারায় অনুপ্রাণিত ছিল। তবে ইসলামিক স্টেট এখনও এই হামলার জন্য দায় স্বীকার করেনি। জেসিন্ডা বলেছেন, "আততায়ী যুবক নিজেই এই হামলার জন্য দায়ী।"

আরও পড়ুন জল্পনা শেষ, মোল্লা বরাদর-ই নয়া আফগানিস্তান সরকারের প্রধান

হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েক জন কেনাকাটা করার সময় চিৎকার করছেন, 'ওর কাছে ছুরি আছে, ছুরি বের করেছে ও'। এক মহিলা চিৎকার করে বলে ওঠেন, 'ছুরি মেরে দিল'! এরপরই একজন নিরাপত্তারক্ষী সবাইকে মার্কেটের বাইরে যেতে বলেন। তখন ৬টি গুলির শব্দ শোনা যায়।

আরও পড়ুন ঘানির দাবি নস্যাৎ আমেরিকার, তালিবদের পাকিস্তানি সহায়তার প্রমাণ নেই- জানাল পেন্টাগন

ছুরিকাহত ছজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু মানুষকে ছুরিকাহত হতে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গুলির আওয়াজ হতেই পালাতে শুরু করেন অনেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Auckland Attack ISIS New Zealand Jacinda Ardern
Advertisment