রসায়নে এবার নোবেল জয় দুই নারীর

রসায়নশাস্ত্রে নোবেল পেলেন ফ্রান্সের ইমান্য়ুয়েল শার্পেন্টিয়ার ও আমেরিকার জেনিফার এ দাউদনা।

রসায়নশাস্ত্রে নোবেল পেলেন ফ্রান্সের ইমান্য়ুয়েল শার্পেন্টিয়ার ও আমেরিকার জেনিফার এ দাউদনা।

author-image
IE Bangla Web Desk
New Update
nobel prize 2020, নোবেল

ছবি: টুইটার।

এ বছর রসায়নে নোবেল জিতলেন দুই নারী। রসায়নশাস্ত্রে নোবেল পেলেন ফ্রান্সের ইমান্য়ুয়েল শার্পেন্টিয়ার ও আমেরিকার জেনিফার এ দাউদনা। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশ ঘটানোর কৃতিত্ব হিসেবে তাঁদের এই সম্মান প্রদান করা হয়েছে।

Advertisment

Advertisment

নোবেল প্রাপ্তি প্রসঙ্গে ফ্রান্সের ইমান্য়ুয়েল শার্পেন্টিয়ার বলেছেন, ''আমার ইচ্ছে যে, এই কৃতিত্ব তরুণ প্রজন্মের মেয়েদের ইতিবাচক বার্তা দেবে, যাঁরা বিজ্ঞানের পথ অনুসরণ করবেন এবং গবেষণার মাধ্য়মে বিজ্ঞানে মহিলারাও যে ছাপ ফেলতে পারেন, সে ব্য়াপারে দিশা দেখাবে''।

আরও পড়ুন: পদার্থবিদ্য়ায় নোবেল জয় ৩ বিজ্ঞানীর

এর আগে, মঙ্গলবার পদার্থবিদ্য়ায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পদার্থবিদ্য়ায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ। ব্ল্য়াক হোল সংক্রান্ত গবেষণার জন্য় নোবেল পেয়েছেন রজার। অন্য়দিকে, ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অতিকায় বস্তুর আবিষ্কারের জন্য় স্বীকৃতি পেয়েছেন রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ।

সোমবার, চিকিৎসা ক্ষেত্রে (মেডিসিন) নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসা ক্ষেত্রে নোবেল পেয়েছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য় এই সেরার সম্মান পেয়েছেন তাঁরা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news