অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা করা হল। অর্থনীতিতে এ বছর নোবেল পেলেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। নিলাম তত্ত্বের উন্নতি ও নিলাম পদ্ধতির নয়া আবিষ্কারের কৃতিত্ব স্বরূপ তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হল।
এর আগে, এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। যুদ্ধ ও মহামারী বিধ্বস্ত ক্ষুধার্ত মানুষের পেট ভরিয়ে এনবছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে রাষ্ট্রসংঘের এই বিশেষ কর্মসূচি।
আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্তদের ক্ষুধা মিটিয়ে নোবেল শান্তি পুরস্কার পেল World Food Programme
গত বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। রসায়নশাস্ত্রে নোবেল পেয়েছেন ফ্রান্সের ইমান্য়ুয়েল শার্পেন্টিয়ার ও আমেরিকার জেনিফার এ দাউদনা। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশ ঘটানোর কৃতিত্ব হিসেবে তাঁদের এই সম্মান প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার পদার্থবিদ্য়ায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পদার্থবিদ্য়ায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ। ব্ল্য়াক হোল সংক্রান্ত গবেষণার জন্য় নোবেল পেয়েছেন রজার। অন্য়দিকে, ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অতিকায় বস্তুর আবিষ্কারের জন্য় স্বীকৃতি পেয়েছেন রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ।
গত সোমবার, চিকিৎসা ক্ষেত্রে (মেডিসিন) নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসা ক্ষেত্রে নোবেল পেয়েছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য় এই সেরার সম্মান পেয়েছেন তাঁরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন