এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেল। চিকিৎসা ক্ষেত্রে (মেডিসিন) এবার নোবেল পুরস্কার পেলেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য় এই সেরার সম্মান পেলেন তাঁরা। বিজেতাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্য়ান।
আরও পড়ুন: যুদ্ধ থামছেই না আর্মেনিয়ার সঙ্গে, বিতর্কিত অঞ্চলের ৭টি গ্রাম দখল আজারবাইজানের
সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল অ্য়াসেম্বলির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''তাঁদের কাজের আগে হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কিন্তু রক্তবাহিত হেপাটাইটিসের অধিকাংশ ক্ষেত্রেই অবগত ছিল না। হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারের ফলে দূরারোগ্য় হেপাটাইটিসের অবশিষ্ট ক্ষেত্রগুলির কারণ জানা সম্ভব হয়েছে এবং রক্তপরীক্ষা সম্ভব হয়েছে এবং নতুন ওষুধে ৭ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছে''।
বিশ্ব স্বাস্থ্য় সংস্থার (হু) তথ্য়ানুসারে, প্রতি বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় ৪ লক্ষেরও বেশি মানুষের। এটা দূরারোগ্য় ব্য়াধি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন