Advertisment

কিমের দেশে প্রথমবার কোভিডের কামড়, কঠোর লকডাউনের মাঝেই ৬ জনের মৃত্যু

ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের মধ্যে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
North Korea reports 6 deaths

কিম জং উন

উত্তর কোরিয়ার জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কোভিডের কারণে সেদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। গত দু'বছর ধরে করোনা অতিমারির ভয়াবহতার মুখোমুখি হয়েছে বিশ্বের প্রায় সব দেশ। । চলতি বছরেও চিন-সহ বিভিন্ন দেশেই কোভিডের দাপট বজায় রয়েছে। এই প্রেক্ষাপটে প্রথমবার কোভিড সংক্রমণের ঘটনা গতকালই প্রকাশ্যে এনেছে উত্তর কোরিয়া। দেশজুড়ে জারি করা হয়েছে কঠোর লকডাউন। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোভিডে ৬ জনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে কিম জং উন সরকার।

Advertisment

সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়। তারপরই কোভিড সংক্রমণের হদিশ মেলে। কোরিয়ার সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তবে, করোনায় কতজন আক্রান্ত হয়েছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করেনি উত্তর কোরিয়া।

এই ঘটনা সামনে আসতে তড়িঘড়ি দেশে লক ডাউন ঘোষণা করে সেদেশের সরকার। এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় সেদেশের প্রেসিডেন্ট কিম জং উন বলেন, 'অল্প সময়ের মধ্যে ভাইরাসকে নির্মূল করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: লঙ্কার গদিতে ফের ‘সঙ্কটমোচন’ রনিল বিক্রমসিংঘে, গোটাবায়ার পরামর্শে প্রধানমন্ত্রী পদে শপথ

এদিকে করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসার পর সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে দেশে মোট ১ লক্ষ ৮৭ হাজার ৮০০ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের মধ্যে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণ টিকা নিয়ে গড়িমসি করার ফল এখন ভুগতে হচ্ছে বিপুল জনসংখ্যার এই দেশকে। দেশে ইতিমধ্যেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লকডাউন যাতে কঠোর ভাবে মেনে চলা হয় তার জন্য প্রশাসনের তরফে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Read full story in English

Kim Jong Un COVID-19 north korea
Advertisment