নেপালের নয়া মানচিত্র ঘিরে ভারতের সঙ্গে সম্প্রতি তুঙ্গে ছিল বিতর্ক। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তাঁর বিজয়া দশমী অভিবাদন কার্ডে পুরোনো জাতীয় মানচিত্র এবং তাঁর প্রতিকৃতিতে মানচিত্রটি ব্যবহার করার পরে শনিবার একটি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন।
চলতি বছরের জুন-জুলাই মাসে ভারতের সঙ্গে সীমানা বিরোধ বাড়ানোর পরে, নেপাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অঞ্চলগুলি অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। যদিও অলির বিরোধী দল বিজয়া দশমীর কার্ডে পুরোনো মানচিত্র ব্যবহার করার জন্য তাঁর সমালোচনা করেছিল। তাঁদের সাফ বক্তব্য, "অলি এই ইস্যুটিকে অস্বীকার করছেন। সীমানা সংক্রান্ত যে ঐক্যমত রয়েছে সেই মনোভাবকে নিচু করছেন তিনি।"
প্রধানমন্ত্রীর সংবাদমাধ্যমের পরামর্শদাতা সূর্য থাপা বলেন, গ্রিটিংস কার্ডের মানচিত্রটি নতুনই। তবে এটির আকার ছোট হওয়ায় নতুন অঞ্চলগুলি দৃশ্যমান ছিল না। এদিকে, ছয় সপ্তাহ আগে অলি নতুন ম্যাপ পাঠ্যপুস্তকে থাকায় তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।
নেপালের নয়া মানচিত্র প্রকাশের পর থেকেই সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলে দিল্লি। এই সপ্তাহের শুরুর দিকে র প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে বৈঠক করেন নেপাল প্রধান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন