করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-কে আগেই উদ্বেগজনক তালিকায় রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এবার ভাইরাসের নতুন এই প্রজাতিকে সোমবার আরও বেশি ঝুঁকিবহুল বলে জানাল WHO। বিশ্বের সব দেশকেই করোনার এই নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও আজ পর্যন্ত ওমিক্রনের হানায় মৃত্যুর খবর মেলেনি। ওমিক্রনের মোকাবিলায় টিকা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে তা জানতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেও মনে করছেন WHO-র বিজ্ঞানীরা।
ওমিক্রন নিয়ে সোমবার বড়সড় আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যাপকভাবে পরিবর্তিত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আন্তর্জাতিকস্তরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে WHO। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা অত্যন্ত বেশি বলে মনে করছেন WHO-র বিজ্ঞানীরাও। এমনকী এক্ষেত্রে বিন্দুমাত্র অসতর্কতার কড়া মাশুল গুণতে হতে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহেই ওমিক্রন নিয়ে প্রথম রিপোর্ট পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন- ‘ওমিক্রন’ প্রভাবিত দেশে বেড়ানোয় নিষেধাজ্ঞা, সমালোচনায় সরব WHO
ইতিমধ্যেই ইউএন এজেন্সি ১৯৪টি দেশকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণ ত্বরান্বিত করতে আবেদন জানিয়েছে। একইসঙ্গে সেই দেশগুলির স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতেও পরামর্শ দেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় যথাসাধ্য সব ধরনের সতর্কতা নিতেও আবেদন জানিয়েছে ইউএন এজেন্সি। “ওমিক্রনে অগণিত স্পাইক মিউটেশন রয়েছে। যার মধ্যে কয়েকটি মহামারীতে ব্যাপক প্রভাব ফেলার পক্ষে উদ্বেগজনক। নয়া এই ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের কাছে অত্যন্ত ঝুঁকির।” এমনই মনে করে WHO।
বিশ্ব সংস্থা সংস্থা আরও জানিয়েছে, দেশগুলিকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণ যে ঝুঁকিবহুল তাও বোঝাতে হবে। যে দেশগুলিতে টিকাকরণ কম হয়েছে, সেখানে এর প্রভাব যথেষ্ট হতে পা বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন