Advertisment

অক্সফোর্ডের ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটেন, আশা দেখছে ভারত

কেন্দ্রীয় সরকার ভারত-ব্রিটেন বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ জানুয়ারি পর্যন্ত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনের হদিশ মেলার মধ্যেই আশার খবর। বুধবার ব্রিটেন অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। শীতের মরশুমে করোনার নয়া স্ট্রেন ঘাতক হয়ে ওঠার আগেই সংক্রমণ মোকাবিলা করতে বড় পদক্ষেপ করল ব্রিটেন। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সরকার মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির পরামর্শে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।

Advertisment

অন্যদিকে, ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে হয়েছে ২০। নতুন করে ১৪ জনের শরীরে পাওয়া গিয়েছে ভাইরাসের নয়া স্ট্রেন। তাঁদের মধ্যে একজন আবার কলকাতার। বিলেত ফেরত রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে করোনার নয়া স্ট্রেন পাওয়া গিয়েছে। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ভারত-ব্রিটেন বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ জানুয়ারি পর্যন্ত করেছে। অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ব্রিটেনগামী ও ভারতে আসার সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে আগামী বছরের প্রথম সপ্তাহেও।

আরও পড়ুন ভারতে শীঘ্রই ছাড়পত্র কোভিশিল্ড ভ্যাকসিনকে, জানালেন সেরাম কর্তা

এদিকে, ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন এবার পাওয়া গেল মার্কিন মুলুকেও। কলোরাডোতে বছর কুড়ির এক যুবকের শরীরে মিলেছে এই নয়া স্ট্রেন। তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তাঁর নমুনা পরীক্ষা করে কলোরাডো স্টেট ল্যাবরেটরি নয়া স্ট্রেনের কথা স্বীকার করেছে। আপাতত ওই আক্রান্ত যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Britain Oxford Vaccine
Advertisment