প্রকাশ্য ভোটের মাধ্যমে সেনেট নির্বাচন করতে সংবিধান সংশোধন করতে উদ্যোগী হল পাক সংসদ। এই সংক্রান্ত একটা বিল সংসদে পেশ করতে তৎপর হয়েছে ইমরান খানের সরকার। এই উদ্যোগ প্রসঙ্গে সে দেশের তথ্যমন্ত্রী বলেন, 'সরকার চায় স্বচ্ছ প্রক্রিয়া মেনে সেনেট ভোট হোক। ঘোড়া কেনা-বেচা ছাড়াই। তাই আমরা চাই ভোট গ্রহণ হোক প্রকাশ্যে।' তাঁর অভিযোগ, 'এর আগে টাকা ছড়িয়ে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। ভোট কেনা-বেচা চলেছিল। এভাবে ভোট কেনা-বেচা হলে সংসদের উচ্চকক্ষের ভূমিকা কী?' তিনি জানিয়েছেন, সরকার সংবিধান সংশোধনী বিল আনবে সংসদে। সেই সংশোধনীর উপর ভরসা করে খোলা ব্যালটে সেনেট নির্বাচন হবে।'
ইতিমধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটা মামলা বিচারাধীন। এদিকে, পাক সংবাদপত্র 'দা ডন' সূত্রে খবর, প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সংসদীয় উপদেষ্টা বাবর আবানকে দায়িত্ব দিয়েছে খসড়া রচনার। সেই খসড়া জাতীয় সংসদে পেশ হবে। পাশাপাশি এই সংক্রান্ত সরকারি পদক্ষেপ সুপ্রিম কোর্টকে অবগত করবে তারা। যদিও, আবান বলেছেন, 'সরকার ইতিমধ্যে দুটি বিল পাস করেছে। সংবিধান সংশোধন বিল আর নির্বাচনী সংস্কার বিল। এই নির্বাচনী সংস্কার বিলের মাধ্যমে খোলা ব্যালটে ভোট দিতে পারবেন সেনেটররা। জানা গিয়েছে, সংসদ বিষয়কমন্ত্রী এই বিষয়ে খুব শিগগিরিই একটা বৈঠকের আমন্ত্রণ জানাবেন। তারপর পরবর্তী রোড ম্যাপ চূড়ান্ত হবে।