/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Sialkot-Blast.jpg)
পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট।
পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট। সেনা ছাউনির কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালকোট সেনা ছাউনিতে এই পর পর বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে জানিয়েছে, পাক সেনার অস্ত্রাগারে আগুন লেগেই বিপত্তি হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সেনা মুখপাত্রের দাবি উদ্ধৃত করে জানিয়েছে, পঞ্জাব প্রদেশের এই সেনাঘাঁটিতে আচমকা আগুন লেগে যায়। অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের জেরে বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সেনা মুখপাত্র।
আরও পড়ুন মর্মান্তিক! রাশিয়ার গোলায় ধ্বংস স্কুলবাড়ি, চাপা পড়ল গৃহহীন ৪০০ মানুষ
রবিবারই শিয়ালকোটে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেনাছাউনির কাছেই বিস্ফোরণ হয়েছে বলে প্রথমে ধারণা হয়। অনেকেই বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনেকেই একাধিক বিস্ফোরণের দাবি জানিয়েছেন।
#پاکستان - شمالی پاکستان میں #سیالکوٹ فوجی اڈے پر متعدد دھماکے۔ ابتدائی اشارے یہ ہیں کہ یہ گولہ بارود ذخیرہ کرنے کا علاقہ ہے۔ ایک بڑی آگ جل رہی ہے۔ وجہ ابھی تک غیر تصدیق شدہ ہے۔ @MilapNN#Pakistan#Sialkot@SuriNavin@rishi_suripic.twitter.com/zbVDfQBSBP
— The Daily Milap (@TheDailyMilap) March 20, 2022
ডেইলি মিলাপের সম্পাজক ঋষি সুরি টুইট করে লিখেছেন, শিয়ালকোট সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গোলা-বারুদের ভাণ্ডারে বিস্ফোরণ হয়েছে। বিরাট বড় আঘুন লেগেছে। কারণ এখনও স্পষ্ট নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us