পর পর বিস্ফোরণে কাঁপল শিয়ালকোট, পাক সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

তাহত হয়নি বলে জানিয়েছেন সেনা মুখপাত্র।

তাহত হয়নি বলে জানিয়েছেন সেনা মুখপাত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
No loss after accidental fire breaks out at Sialkot Garrison

পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট।

পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট। সেনা ছাউনির কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালকোট সেনা ছাউনিতে এই পর পর বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে জানিয়েছে, পাক সেনার অস্ত্রাগারে আগুন লেগেই বিপত্তি হয়েছে।

Advertisment

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সেনা মুখপাত্রের দাবি উদ্ধৃত করে জানিয়েছে, পঞ্জাব প্রদেশের এই সেনাঘাঁটিতে আচমকা আগুন লেগে যায়। অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের জেরে বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সেনা মুখপাত্র।

আরও পড়ুন মর্মান্তিক! রাশিয়ার গোলায় ধ্বংস স্কুলবাড়ি, চাপা পড়ল গৃহহীন ৪০০ মানুষ

Advertisment

রবিবারই শিয়ালকোটে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেনাছাউনির কাছেই বিস্ফোরণ হয়েছে বলে প্রথমে ধারণা হয়। অনেকেই বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনেকেই একাধিক বিস্ফোরণের দাবি জানিয়েছেন।

ডেইলি মিলাপের সম্পাজক ঋষি সুরি টুইট করে লিখেছেন, শিয়ালকোট সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গোলা-বারুদের ভাণ্ডারে বিস্ফোরণ হয়েছে। বিরাট বড় আঘুন লেগেছে। কারণ এখনও স্পষ্ট নয়।

pakistan Fire in Garrison