মুখে আজাদির স্লোগান দিয়ে কাশ্মীরের যুবকদের উসকে দেওয়া পাকিস্তান বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীদের ওপর চরম দমন-পীড়ন চালাচ্ছে। ফের সেই দমন-পীড়নের নতুন নজির গড়ল পাকিস্তানের সেনাবাহিনী। সেদেশের দক্ষিণ-পশ্চিম এলাকার ওই প্রদেশে তারা তিন স্বাধীনতা সংগ্রামীকে গুলি করে হত্যা করল।
পাকিস্তানের সেনাবাহিনীর অবশ্য দাবি, তাদের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয়েছে বালুচিস্তানের ওই তিন জঙ্গি (স্বাধীনতা সংগ্রামী)-র। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালিয়েছিল। তখনই তাদের দিকে পালটা গুলি ভেসে আসে। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর ওই তিন বালুচ স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ায় পাকিস্তান সেনার দুটি ছাউনিতে হামলা চালিয়েছিল বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা। কেচ শহরে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে বালুচ স্বাধীনতা সংগ্রামীদের ওই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর সাত জওয়ানের মৃত্যু হয়েছিল। তারপরই কেচ শহরে অভিযান তীব্র করে পাকিস্তানের সেনাবাহিনী। সেই অভিযানেই তিন বালুচ স্বাধীনতা সংগ্রামী প্রাণ হারালেন। কেচ শহরের পাশাপাশি, পাঞ্জগুর এবং নৌশকি জেলাতেও অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার থেকে শুরু হওয়া ওই অভিযানে এখনও পর্যন্ত ১৩ জন বালুচ স্বাধীনতা সংগ্রামী প্রাণ হারালেন।
আরও পড়ুন রাশিয়ার সঙ্গে বৈঠকের পরই পাকিস্তানকে অগ্রাধিকারের আশ্বাস চিনের
পাকিস্তান সেনার দাবি, নিহত বালুচ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কমান্ডারস্তরের 'জঙ্গিও' আছে। তবে, তারা কারা? সেই নাম-ধাম অবশ্য প্রকাশ করেনি পাক সেনা। শুধু জানিয়েছে, নিহতরা প্রত্যেকেই বালুচিস্তান ন্যাশনাল আর্মির সদস্য।
বালুচিস্তানে সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা বড় আকারের প্রতিরোধ গড়ে তুলেছে। বেশ কয়েকটি হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর। যার প্রতিটির পিছনে বারবার নয়াদিল্লির উসকানি রয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত।