ফের প্রকাশ্যে পাক দ্বিচারিতা, তালিবানদের সঙ্গে বৈঠক করতে কাবুলে ISI প্রধান

তালিবানের উত্থানে পাকিস্তানের প্রত্যক্ষ মদত যে রয়েছে তা ফের একবার প্রকাশ্যে চলে এল।

তালিবানের উত্থানে পাকিস্তানের প্রত্যক্ষ মদত যে রয়েছে তা ফের একবার প্রকাশ্যে চলে এল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জেনারেল ফায়েজ হামিদ

তালিবানের উত্থানে পাকিস্তানের প্রত্যক্ষ মদত যে রয়েছে তা ফের একবার প্রকাশ্যে চলে এল। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধানের সফর ঘিরে সেই ধারণা আরও বদ্ধমূল হচ্ছে। আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই কাবুলে জেনারেল ফায়েজ হামিদ।

Advertisment

শনিবার জানা যায়, হামিদ কাবুলে পৌঁছন। সেখানে কেন তিনি গিয়েছেন তা খোলসা না করলেও সূত্রের খবর, বরাদররা ক্ষমতায় বসার আগে তালিবানের সঙ্গে জরুরি বৈঠক করতেই কাবুলে গিয়েছেন আইএসআই চিফ। এটা আর বলার অপেক্ষা রাখে না তালিবান ২.০ উত্থানের নেপথ্যে আইএসআই-এর কলকাঠি রয়েছে।

দুই শীর্ষ আইএসআই কর্তা হামিদের কাবুল সফরের কথা সংবাদমাধ্যমে জানালেও সফরের কারণ বলেননি। তালিবানের হেডকোয়ার্টার পাকিস্তানেও আছে। তাছাড়া দীর্ঘদিন ধরে তালিবান শীর্ষ নেতৃত্ব আইএসআই-এর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রেখে চলে।

Advertisment

আরও পড়ুন পাঞ্জশির দখলের দাবি, তালিবান জঙ্গিদের উল্লাসের বলি ১৭

যদিও পাকিস্তান ধারাবাহিক ভাবে তালিবানকে অস্ত্র ও অর্থ সাহায্যের কথা অস্বীকার করে এসেছে। এর আগেও ওয়াশিংটন ও আফগান সরকার পাক মদতের অভিযোগে সরব হয়েছিল। কিন্তু ইমরান প্রশাসন সরাসরি তা অস্বীকার করে। কিন্তু আইএসআই চিফের কাবুল সফর ঘিরে অনেক প্রশ্ন দানা বেঁধেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan Taliban Kabul ISI Chief