জরুরি ভিত্তিতে আমেরিকায় ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চায় Pfizer

ফাইজার এবং তাদের জার্মান পার্টনার বায়োএনটেক আগেই জানিয়েছে যে তাদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী হয়েছে।

ফাইজার এবং তাদের জার্মান পার্টনার বায়োএনটেক আগেই জানিয়েছে যে তাদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জরুরি ভিত্তিতে মার্কিনদের উপর করোনা ভ্যাকসিন প্রয়োগ করতে চেয়ে আর্জি জানাল ফাইজার। শুক্রবার সংস্থার তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকদের কাছে দ্রুত অনুমতি চাওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই এই প্রয়োগ করতে চায় ফাইজার সংস্থা। আরও দেরি করলে হাড় কাঁপানো ঠান্ডার মরশুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফাইজার এবং তাদের জার্মান পার্টনার বায়োএনটেক আগেই জানিয়েছে যে তাদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী হয়েছে। মৃদু এবং বেশি উপসর্গ বিশিষ্ট রোগীর উপর এই টিকা প্রয়োগ করে সাফল্য এসেছে বলে দাবি তাদের।

Advertisment

ফাইজার সংস্থা জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ভ্যাকসিনের প্রয়োগ করা যেতে পারে। চূড়ান্ত পরীক্ষা সম্পূর্ণ শেষ হওয়ার আগে ফুড এন্ড ড্রাগ কর্তৃপক্ষ এমন অনুমোদন দিতে পারে। শুক্রবার এফডিএ অনুমোদনের জন্য আবেদন জানিয়েছে ফাইজার। ইতিমধ্যেই ইউরোপে এবং ব্রিটেনে এমনই আবেদন জানিয়েছে সংস্থা। তবে ফাইজারের আবেদনের ভিত্তিতে মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি দেখছে। তবে এখনই মাস্ক এবং বাকি গুরুত্বপূর্ণ করোনা স্বাস্থ্যবিধি পরিত্যাগ করতে চায় না মার্কিন প্রশাসন। তিনি বলেছেন, "আমাদের এখন সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি নিয়ে দ্বিগুন সতর্ক থাকা উচিত। যতক্ষণ না কোনও সাহায্য আসছে।"

আরও পড়ুন করোনা ভ্য়াকসিন ৯৫ শতাংশ কার্যকরী, ট্রায়াল শেষে দাবি ফাইজারের

Advertisment

এর আগে, সাফল্য় প্রসঙ্গে ফাইজারের চেয়ারম্য়ান ও চিফ এগজিকিউটিভ অ্য়ালবার্ট বুর্লা এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘‘বিজ্ঞান ও মানবতার জন্য় আজ মহান দিন। এমন সময় ভ্য়াকসিন তৈরির কর্মসূচিতে আমরা সবচেয়ে কঠিন মাইলস্টোনে পৌঁছোচ্ছি, যখন বিশ্বের এটা খুব দরকার…’’। ফাইজারের অন্য়তম শীর্ষ বিজ্ঞানী বিল গ্রুবারের কথায়, ‘‘এটা জনস্বাস্থ্য়ের জন্য়ও বড় দিন’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

USA Pfizer