/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/plane-crash.jpg)
জানা গিয়েছে দুর্ঘনাগ্রস্ত বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
ফিলিপিন্সের দক্ষিণপ্রান্তে ভেঙে পড়ল বায়ুসেনার সি-১৩০ সামরিক বিমান। জানা গিয়েছে দুর্ঘনাগ্রস্ত বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।নিহত ১৭। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
সেদেশের বায়ুসানেরা চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, ক্যাগিয়ান দ্যি ওরো সিটি থেকে বাহিনী নিয়ে বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টা করছিল। সেই সময়ই বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। পরক্ষণেই আগুন লেগে যায় সামরিক বিমানটিতে। জ্বলন্ত বিমান থেকে প্রায় ৪০ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে। তবে ওই বিমানে ঠিক কতজন ছিলেন তা জানাতে পারেননি ফিলিপিন্স বায়ু সেনার এই শীর্ষ আধিকারীক।
আবহাওয়ার প্রতিকূলতার জেরেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ বিমান অবতরণের সময় মধ্য ফিলিপিন্সে বৃষ্টি হচ্ছিল। সুলু অঞ্চলের আবহাওয়া কেমন ছিল তা এখনও স্পষ্ট হয়নি।
জানা গিয়েছে, ওই বিমানে করে বাহিনীকে দক্ষিণ ফিলিপিন্সের মুসলিম প্রধান সুলু প্রদেশে যৌথ বাহিনীর অংশ হওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সুলুর ওই অঞ্চল জঙ্গি অধ্যুষিত। তাই সেখানে ভারী সংখ্যায় সেনা মোতায়েনের কাজ চলছে। তার মধ্যেই এদিন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন