Advertisment

করোনাতঙ্ক কাটিয়ে তীর্থযাত্রীদের জন্য খুলে গেল পবিত্র মক্কার দরজা

শারীরিক দূরত্ব বজায় রাখা কঠোরভাবে বাধ্যতামূলক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মক্কা

করোনাতঙ্ক কাটিয়ে প্রায় ৭ মাস পর খুলল ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয়স্থান মক্কা। রবিবার তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া পবিত্র স্থল। সৌদি আরব সরকার উমরাহ পালনের জন্য আগেই ঘোষণা করেছিল, ৪ অক্টোবর থেকে মক্কা খুলে দেওয়া হবে তীর্থযাত্রীদের জন্য। করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ধর্মীয় স্থল। তবে সীমিত সংখ্যক তীর্থযাত্রীর জন্য খুলে দেওয়া হয়েছে মক্কা। দৈনিক ৬ হাজার তীর্থযাত্রী মক্কার মসজিদ স্থলে প্রবেশাধিকার পাবেন।

Advertisment

সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এক দুর্লভ সিদ্ধান্ত ছিল এই মক্কা বন্ধ রাখা। সৌদি সরকার জানিয়েছিল, প্রতি বছর কয়েক লক্ষ উমরাহ তীর্থযাত্রী হজ করতে আসেন মক্কায়। কিন্তু করোনা সংক্রমণের জেরে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে উপাসনাস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায়, সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের মক্কায় প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। প্রথম পর্যায়ে তীর্থযাত্রীদের তিন ঘণ্টা সময় দেওয়া হচ্ছে তীর্থ করার জন্য। দিনে একাধিকবার কাবা চত্ত্বরে স্যানিটাইজ করা হবে। যাতে সংক্রমণ না ছড়ায়।

আরও পড়ুন বুর্জ খলিফায় ভেসে উঠবে গান্ধীজির ছবি, জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য়

অনলাইন আবেদনের মাধ্যমে উমরাহ পালনের জন্য তীর্থযাত্রীদের মক্কায় তীর্থের অনুমতি দেওয়া হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে ও ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন সৌদির সরকারি চ্যানেলে দেখা গিয়েছে, ৫০ জনেরও কম তীর্থযাত্রী কাবার চারপাশে ঘুরে তীর্থ করছেন। শারীরিক দূরত্ব বজায় রাখা কঠোরভাবে বাধ্যতামূলক। দ্বিতীয় পর্যায়ে ১৮ অক্টোবর থেকে সর্বাধিক ১৫ হাজার তীর্থযাত্রী এবং ৪০ হাজার পূণ্যার্থীকে উপাসনার জন্য প্রবেশাধিকার দেওয়া হবে। তাও অ্যাপে সময় বুকিংয়ের মাধ্যমে।

সৌদি সরকার জানিয়েছে, বহির্বিশ্বের তীর্থযাত্রীদের জন্য ১ নভেম্বর থেকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি করোনাতঙ্ক কাটিয়ে সৌদি প্রশাসন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করেছে। নভেম্বর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামিত তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মক্কার দরজা। সৌদি আরবে মোট ৩,৩৬,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৪,৮৫০ জন মারা গিয়েছেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

saudi arabia Mecca
Advertisment