ফিলিপিন্সের পর এবার রাশিয়া। ফিলিপাইন সেনা বিমান দুর্ঘটনার একদিন পরই এবার রাশিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল সমুদ্রে। মঙ্গলবার পূর্ব রাশিয়ার কামচাটকা পেনিনসুলায় অবতরণের আগেই সলিল সমাধি হয় যাত্রীবাহী বিমানের। ২৮ জন যাত্রী ছিলেন সেই বিমানে।
রাশিয়ার সংবাদসংস্থা সূত্রে খবর, অ্যান্তোনভ এএন-২৬ টুইন ইঞ্জিনের ছোট বিমান কামচাটস্কি-পেট্রোপাভলস্ক থেকে পালানার উদ্দেশে যাচ্ছিল। উত্তর কামচাটকার কাছে ওই গ্রামে অবতরণ করার কথা ছিল বিমানটির। কিন্তু তার আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানের।
আরও পড়ুন Philippine-এ ভয়াবহ দুর্ঘটনা, রানওয়েতে আছড়ে পড়ল সেনা বিমান
যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানে বেশ কিছু জাহাজ পৌঁছে যায় উদ্ধারকাজের জন্য। বিমানে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু স্টাফ ছিলেন। গ্রামের মেয়র ওলগা মোখিরেভা সেই যাত্রীদলে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় আকাশ মেঘলা ছিল, তার জেরেই বিপত্তি বলে মনে করছে স্থানীয় আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন