ইউক্রেনে জারি রুশ আগ্রাসন। রুশ সেনার হামলায় ইউক্রেনে মৃত্যু মিছিল। সেনা-পুলিশের পাশাপাশি রুশ গোলা প্রাণ যাচ্ছে সাধারণ বহু মানুষের। সংবাদসংস্থা এএফপি খবর অনুযায়ী পশ্চিম ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। সেই ঘটনার একদিন পরেই ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোনের আবেদন জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি ভিডিও বিবৃতিতে ন্যাটোকে নো-ফ্লাই জোন আরোপ করার আহ্বান জানিয়েছেন তিনি।
"আপনারা যদি আমাদের আকাশ বন্ধ না করেন তবে রাশিয়ান রকেটগুলি আপনাদের ভূখণ্ডেও অর্থাৎ ন্যাটো অঞ্চলে পড়াটা শুধুই সময়ের অপেক্ষা।'' ন্যাটোর উদ্দেশ্যে এমনই বার্তা জেলেনস্কির। এদিকে, রুশ বাহিনীর উপর্যুপররি হামলায় বিধ্বস্ত ইউক্রেন। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান পরিবর্তিত হওয়ার সামান্য প্রমাণ মিলেছে।
আরও পড়ুন- ইউক্রেনে রাশিয়ার গুলিতে হত সাংবাদিক, আহত আরও এক
সোমবার ফের একবার জট কাটাতে মুখোমুখি বসছেন রাসিয়া ও ইউক্রেনের কর্তারা। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এই আলোচনায় সমস্যার সমাধন হবে কিনা জানা নেই। তবে আলোচনার টেবিলে এই পরিস্থিতিতে দু'পক্ষের বসা যথেষ্ট সহায়ক বলেই মত ওয়াকিবহাম মহলের। ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, সোমবার ভিডিও লিঙ্কের মাধ্যমেই রাশিয়ার সঙ্গে আলোচনা হবে।
এদিকে, দেশে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় ভারত সাময়িকভাবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস পোল্যান্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ভারতীয় কূটনীতিক ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের সামান্য দূরত্বে অবস্থিত একটি শহর লভিভে চলে গিয়েছিলেন।
Read story in English