Advertisment

নিউজিল্য়ান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী প্রিয়াঙ্কা

নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করে সে দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘কয়েকজন নতুন প্রতিভাকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত...’’।

author-image
IE Bangla Web Desk
New Update
priyanca radhakrishnan, প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নিউজিল্য়ান্ডের মন্ত্রী হলেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। সম্প্রতি সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিজের মন্ত্রিসভায় নতুন ৫ মন্ত্রীকে নিয়েছেন। সেই তালিকায় জায়গা পেয়েছেন প্রিয়াঙ্কা।

Advertisment

৪১ বছর বয়সী প্রিয়াঙ্কার জন্ম ভারতে। নিউজিল্য়ান্ডে যাওয়ার আগে সিঙ্গাপুরে স্কুলজীবন কাটিয়েছেন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য় নিউজিল্য়ান্ড যান প্রিয়াঙ্কা।

২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম সে দেশের সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা। ২০১৯ সালে মিনিস্টার ফর এথনিক কমিউনিটির পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হন তিনি।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের আগে বন্দুক কেনার চাহিদা তুঙ্গে, ভয় বাড়ছে মার্কিন মুলুকে

বর্তমানে অকল্য়ান্ডে স্বামীর সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা। নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করে সে দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘কয়েকজন নতুন প্রতিভাকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত...’’। আগামী শুক্রবার শপথগ্রহণ করবেন নতুন এগজিকিউটিভরা।

উল্লেখ্য়, দেশ থেকে করোনাকে তাড়িয়ে বিশ্ব দরবারে সাড়া ফেলে দিয়েছিলেন নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনা বধের সাফল্য়ের জোয়ারে এবার সে দেশের সাধারণ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফেরেন জেসিন্ডা। নির্বাচনে ঐতিহাসিক সাফল্য় পায় জেসিন্ডার দল লেবার পার্টি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment