পেগাসাস কাণ্ডে যেখানে ভারত সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। বিরোধীদের হই-হট্টগোলে মুলতুবি হচ্ছে সংসদের অধিবেশন। সেই সময় পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা সংস্থা এনএসও গ্রুপের অফিসে হানা দিল ইজরায়েল সরকারের এজেন্সি। মিডিয়া সংস্থাগুলির কনসর্টিয়ামে প্রকাশ্যে এসেছে যে, বিশ্বজুড়ে একাধিক দেশের সরকার এই স্পাইওয়্যার নজরদারির জন্য ব্যবহার করেছে।
জানা গিয়েছে, বুধবারই এনএসও গ্রুপের একাধিক অফিসে হানা দিয়েছেন ইজরায়েল সরকারের আধিকারিকরা। এনএসও গ্রুপের এক মুখপাত্র ইজরায়েলি একটি নিউজ ওয়েবসাইটকে জানিয়েছেন, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা তাঁদের অফিসে এসে কর্মীদের জেরা করেন। তিনি বলেছেন, সংস্থা ইজরায়েল সরকারের কাছে কোনও কিছু গোপন করেনি। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ করছি। আমরা আত্মবিশ্বাসী যে, তদন্তে উঠে আসবে সংস্থার বিরুদ্ধে মিডিয়াগুলিতে যা যা অভিযোগ উঠেছে সব মিথ্যা।
সম্প্রতি, বিশ্বজুড়ে বিভিন্ন নামী সংবাদমাধ্যমগুলির যৌথ তদন্তমূলক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, পেগাসাস স্পাইওয়্যার ভারতে ৩০০-র বেশি মোবাইল ফোনে ঢুকিয়ে নজরদারি চালানো হচ্ছিল। এমনকী এই তালিকায় রয়েছেন মোদী সরকারের এক মন্ত্রীও। একাধিক বিরোধী নেতা, সাংবিধানিক ব্যক্তিত্ব, কর্তৃপক্ষ, বহু সাংবাদিক এবং শিল্পপতিদেরও ফোনে আড়ি পাতা হয়েছে।
আরও পড়ুন ‘পলাতক’ বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং অশ্বিনী বৈষ্ণবের নম্বরও এই নজরদারির তালিকায় ছিল। বিরোধীদের তুমুল হট্টগোলের পরেও সরকার অভিযোগ অস্বীকার করেছে। বরং কেন্দ্রের দাবি, এই অভিযোগ উত্তেজনার সৃষ্টির জন্য, দেশের গণতন্ত্রকে ভূলুন্ঠিত করার চক্রান্ত মাত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন