ইউক্রেন আগ্রাসনের ঝাঁঝ আরও বাড়াল রাশিয়া। এবার রুশ রকেটের হামলা পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে। লভিভের বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ স্থানীয় প্রশাসনের। অন্যদিকে, ফের খারকিভের পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনার মোকাবিলায় রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছে ইউক্রেনের বাহিনী। রাশিয়ার মতো শক্তিধর দেশের বিরুদ্ধেও এক মাসেরও বেশি সময় ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট দেশ ইউক্রেন।
ইউক্রেনে জারি রুশ আগ্রাসন। যুদ্ধের এক মাস পেরিয়ে যাওয়ার পরেও এতটুকু কমেনি রুশ আক্রমণের তীব্রতা। গত এক মাসে দফায়-দফায় ভেস্তে গিয়েছে শান্তি আলোচনা। আগ্রাসনের পথ থেকে এতটুকুও সরেনি রাশিয়া। বরং রাষ্ট্রসংঘে উল্টে ইউক্রেনের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ এনেছে পুতিনের দেশ। সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের শহর লভিভে আছড়ে পড়ে রুশ গোলা। চারটি রকেট নিয়ে হামলা চালায় রুশ বাহিনী।
লভিভ শহরের বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে আবেদন জানিয়েছে ইউক্রেনীয় প্রশাসন। এর আগে যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন প্রান্ত থেকে এই লভিভ শহরে এসেই আশ্রয় নিয়েছিলেন প্রায় ২ লক্ষ ইউক্রেনীয় নাগরিক। এতদিন লভিভকেই ইউক্রেনের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে মনে করছিলেন তাঁরা। তবে এবার রুশ নজরে লভিভ। পরপর রকেট হামলায় শনিবার কেঁপে উঠেছিল পোল্যান্ড সীমান্ত লাগোয়া পশ্চিম ইউক্রেনের ছোট্ট এই শহর। এদিকে, খারকিভের পারমানবিক কেন্দ্রেও ফের আঘাত এনেছে রাশিয়া। রুশ হামলায় পারমানবিক কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল।
আরও পড়ুন- সীমান্তবর্তী লভিভে বিস্ফোরণের শব্দ শুনেই পোল্যান্ডকে বাই বাই করলেন বাইডেন
অন্যদিকে, শনিবারই ন্যাটো জোট সঙ্গীদের উত্সাহিত করতে পোল্যান্ডে পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে ইউক্রেনের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও কিয়েভের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম তাঁদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী ওয়ারশ-এর নারোডোয়ি স্টেডিয়ামে ইউক্রেনের শরণার্থী এবং শরণার্থীদের সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের সঙ্গেও কথা বলেন বাইডেন।
তবে সেই সময়েই ইউক্রেনের লভিভে হামলা শুরু করে রুশ বাহিনী। পোল্যান্ড সীমান্ত লাগোয়া পশ্চিম ইউক্রেনের শহর লভিভ। শনিবার লভিভে একের পর এক রুশ গোলা আছড়ে পড়ার শব্দ শোনা গিয়েছে বহু দূর থেকে। সম্ভবত সেই কারণেই আর দেরি করেননি বাইডেন। তড়িঘড়ি পোল্যান্ড ছেড়ে আমেরিকার বিমান ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
Read story in English