চিন্তা কাটিয়ে বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন দিতে চলেছে রাশিয়া। সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে পুতিনের মেয়ের দেহেই এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই ভ্যাকসিন রেজিস্টারের তিন থেকে সাত দিন পর থেকেই ব্যবহার করা যাবে এই ভ্যাকসিন। এটি সেই ভ্যাকসিন সংস্থা যারা গতমাসেই জানিয়েছিল মানবদেহে এই ভ্যাকসিনের সফল প্রয়োগের কথা। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ের ১৩ তারিখে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করে ফেলেছে এই ভ্যাকসিন।
আরও পড়ুন, করোনা ভ্যাকসিন বাজারে আনল রাশিয়া! কতটা নিরাপদ?
কোভিড-১৯ ভাইরাস রুখতে বিশ্বে যখন ভ্যাকসিন উৎপাদনে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ড-মডার্ণার মতো ওষুধ প্রস্তুতকারী সংস্থারা। ঠিক সেই সময়েই সকলকে তাক লাগিয়ে প্রথম সারির প্রথমে উঠে এল রাশিয়া।
সংবাদসংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর অগাস্টের ১০ থেকে ১২ তারিখের মধ্যে রাশিয়ার নভেল করোনাভাইরাসের ‘রেজিস্টার’ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।প্রথম পর্যায়ে এই ভ্যাকসিনে মানবদেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ধাপে দেহে গড়ে উঠছে প্রতিরোধ ক্ষমতা এমনটাই জানান হয়েছে। প্রথম পর্যায়ে স্বল্প সংখ্যকের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হলেও শেষ ধাপে কয়েকশো জনের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন