Advertisment

মস্কোর প্রতিশোধ, ব্রিটিশ উড়ানের জন্য নিজেদের আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা রাশিয়ার

মস্কোর আগ্রাসী নীতির সমালোচনায় মুখর আমেরিকা সহ ন্যাটো ও জি-৭ গোষ্ঠীভূক্ত দেশগুলি। রাশিয়ার সঙ্গে যাবতীয় আর্থিক লেনদেন বাতিল করেছে এরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia bans UK flights over its airspace

রাশিয়ার কড়া পদক্ষেপ।

রাজধানী কিয়েভে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অংশে চলছে সংঘর্ষ। অনবরত মিলছে বিস্ফোরণের আওয়াজ । মস্কোর আগ্রাসী নীতির সমালোচনায় মুখর আমেরিকা সহ ন্যাটো ও জি-৭ গোষ্ঠীভূক্ত দেশগুলি। রাশিয়ার সঙ্গে যাবতীয় আর্থিক লেনদেন বাতিল করেছে এরা। এরপরই শুক্রবার মস্কো জানিয়েছে যে, ব্রিটিশ উড়ান রাশিয়ার আকাশ পথ ব্যবহার করতে পারবে না।

Advertisment

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারোফ্লট ফ্লাইটের উপর ব্রিটিশ নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসাবে দেখা হচ্ছে মস্কোর এই পদক্ষেপকে। রোসাভিয়াতসিয়া বলেছেন যে, শুক্রবার থেকে রাশিয়ায় যুক্তরাজ্যের সব বিমান এবং সেইসঙ্গে ট্রানজিট উড়ানও নিষিদ্ধ করা হয়েছে।

মস্কোর তরফে বলা হয়েছে যে, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের কারণে ব্রিটেন সেদেশে আগেই রাশিয়ার সব বিমান প্রবেশ নিষিদ্ধে করেছিল। এই 'অবন্ধুসুলভ' মানসিকতার পাল্টা হিসাবেই এবার তাদের দেশের আকাশ পথ ব্যবহার করতে পারবে না বিট্রেন।

আরও পড়ুন- ৬টি ভাষায় ইউক্রেন-রাশিয়া সংকটের খবর পরিবেশন করে তাক লাগালেন এই সাংবাদিক

Britain British airways Russia-Ukraine Conflict russia
Advertisment