Advertisment

কিয়েভে রুশ মিসাইল হামলা, নিহত সাংবাদিক

ভেরা গাইরিচ ‘একজন উচ্ছ্বল, দয়ালু , সত্যিকারের পেশাদার’ হিসাবে কাজ করতে বলে জানিয়েছে ওই সংবাদ প্রতিষ্ঠান।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia kills journalist in missile attack on Kyiv

যুদ্ধের বলি সাংবাদিক।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন রেডিও লিবার্টির সাংবাদিক ভেরা গাইরিচ। রেডিও লিবার্টির তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই সাংবাদিকের বাসভবনে মিসাইল আঘাত করা হলে ভেরা গাইরিচের মৃত্যু হয়।

Advertisment

রেডিও লিবার্টির তরফে নিহত কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভেরা গাইরিচ ‘একজন উচ্ছ্বল, দয়ালু , সত্যিকারের পেশাদার’ হিসাবে কাজ করতেন বলে জানিয়েছে ওই সংবাদ প্রতিষ্ঠান। তাঁর সহকর্মী ওলেক্সান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে লিখেছেন, 'একজন দারুণ মানুষ চলে গেলেন।'

রেডিও ফ্রি ইউরোপ নামেও 'রেডিও লিবার্টি' পরিচিত। এই সংস্থা মার্কিন অর্থ সহায়তায় পরিচালিত হয়। এটি এমন একটি সংস্থা যা বিশ্বের এমনসব অঞ্চলের সংবাদ সম্প্রচার করে যেখানে স্বাধীন সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

এর আগে কিয়েভের মেয়র ভিটারি ক্লিটসকো জানিয়েছিলেন, গতরাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাশিয়াও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে হামলার ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

Read in English

Kyiv Russia-Ukraine War
Advertisment