Advertisment

Russia-Ukraine Crisis: 'অস্ত্র ফেলে দিন, নেতৃত্বকে সরান', ইউক্রেনের সেনাকে বার্তা পুতিনের

Russia-Ukraine Crisis Updates: কিয়েভে রুশ-ইউক্রেন সেনার ব্যাপক সংঘর্ষ, প্রেসিডেন্ট জেলেনস্কি কোথায়, তা নিয়ে ধন্দ

author-image
IE Bangla Web Desk
New Update
Russia to use Middle East volunteer fighters against Ukraine Putin

Russia-Ukraine Crisis Live Updates: এবার ইউক্রেনের সেনার কাছে আবেদন রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি ইউক্রেনের সেনাকে প্রতিরোধ ভাঙার আহ্বান জানালেন। তাঁর সাফ বার্তা, অস্ত্র ফেলে দিয়ে প্রতিরোধ ভাঙুক তাঁরা। এবং সেইসঙ্গে নিজেদের নেতাদের গদি থেকে সরাক। যাতে আলোচনার টেবিলে বসতে পারে দুই দেশ। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেন অস্ত্র রাখলে তবেই আলোচনা সম্ভব। পুতিনকে এদিন ফোন করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকেও পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি।

Advertisment

ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহস্পতিবার এবং শুক্রবার রুশ বাহিনীর হামলায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেন সেনা সংখ্যাটা কম করে দেখাচ্ছে বলে অভিযোগ। বহু মানুষ আশ্রয় নিয়েছেন বাংকারে। সেখানেও রুশ সেনা ইউক্রেনের সেনার পোশাকে ঢুকছে বলেই দাবি একাংশের। এসবের মধ্যে ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি রুশ সেনার।

ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যাবতীয় আর্থিক লেনদেন বাতিল করছে আমেরিকা, ন্যাটো এবং জি-৭-এর অন্তর্ভুক্ত দেশগুলো। ৪০ মিনিটে ৩৭টি বিস্ফোরণ ঘটেছে। কিয়েভকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি রাশিয়ার। কিয়েভের মূল সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। কিয়েভ-সহ ইউক্রেনের সব শহরেই প্রবেশ করেছে রুশ সেনা। বহু এলাকা এখন তাদের দখলে।

ইউক্রেনে আটকে পড়া রাজ্যের পড়ুয়াদের জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ২২১৪ ৩৫২৬ / ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কন্ট্রোলরুম খোলা থাকবে। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের পরিবারের লোকজন এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। দুটি শিফটে এই কন্ট্রোল রুমে কাজ চলবে।

  • Feb 25, 2022 21:37 IST
    অস্ত্র ছাড়ুন', ইউক্রেনের সেনাকে বার্তা পুতিনের

    এবার ইউক্রেনের সেনার কাছে আবেদন রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি ইউক্রেনের সেনাকে প্রতিরোধ ভাঙার আহ্বান জানালেন। তাঁর সাফ বার্তা, অস্ত্র ফেলে দিয়ে প্রতিরোধ ভাঙুক তাঁরা। এবং সেইসঙ্গে নিজেদের নেতাদের সরাক তাঁরা। যাতে আলোচনার টেবিলে বসতে পারে দুই দেশ। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেন অস্ত্র রাখলে তবেই আলোচনা সম্ভব।



  • Feb 25, 2022 21:24 IST
    অস্ত্র ছাড়ুন', ইউক্রেনের সেনাকে বার্তা পুতিনের

    এবার ইউক্রেনের সেনার কাছে আবেদন রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি ইউক্রেনের সেনাকে প্রতিরোধ ভাঙার আহ্বান জানালেন। তাঁর সাফ বার্তা, অস্ত্র ফেলে দিয়ে প্রতিরোধ ভাঙুক তাঁরা। এবং সেইসঙ্গে নিজেদের নেতাদের সরাক তাঁরা। যাতে আলোচনার টেবিলে বসতে পারে দুই দেশ। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেন অস্ত্র রাখলে তবেই আলোচনা সম্ভব।



  • Feb 25, 2022 20:34 IST
    ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি: জিনপিংকে পুতিন

    ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোনে জানালেন পুতিন। ক্রেমলিনের তরফে এদিন জানানো হয়েছে, চিনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে পুতিনের।



  • Feb 25, 2022 20:01 IST
    কিন্ডারগার্টেন-অনাথাশ্রমে হামলা রাশিয়ার, দাবি ইউক্রেনের বিদেশ মন্ত্রীর

    ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, রাশিয়ার সেনা কিন্ডারগার্টেন, অনাথাশ্রমে হামলা চালিয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসে।



  • Feb 25, 2022 19:56 IST
    বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় পড়ুয়ারা

    ইউক্রেনের শহর খারকিভে বোমারোধী বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় পড়ুয়ারা। দেখুন এক্সক্লুসিভ ভিডিও।



  • Feb 25, 2022 19:10 IST
    বিমানবন্দর দখল করল রুশ সেনা

    কিয়েভের কাছে বিমানবন্দর দখল করল রুশ সেনা। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনীয় সেনাকে হঠিয়ে দেওয়া হয়েছে। তবে সাধারণ নাগরিকদের উপর কোনও হামলা করা হবে না।



  • Feb 25, 2022 18:32 IST
    বাতিল রাশিয়ান ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি

    যুদ্ধের আবহে বাতিল রাশিয়ান ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি। টুইট করে জানিয়ে দিল উদ্যোক্তারা



  • Feb 25, 2022 18:30 IST
    ইউক্রেনকে হুঁশিয়ারি রাশিয়ার

    ইউক্রেনের সেনা অস্ত্র সমর্পণ করলে তবেই আলোচনার টেবিলে, হুঁশিয়ারি দিয়ে রাখল রাশিয়া।



  • Feb 25, 2022 18:08 IST
    পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে চলে আসছেন ভারতীয়রা

    প্রাণ বাঁচাতে কিয়েভ ছেড়ে পালাচ্ছেন ভারতীয় নাগরিকরা। পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে গাড়িতে করে চলে আসছেন ভারতীয়রা। ওয়ারশ-তে ভারতীয় দূতাবাস টুইট করে নাগরিকদের উদ্দেশে জানিয়েছে, তাঁরা যেন শেহনি-মেদিকা ক্রসিংয়ে অপেক্ষা করেন।



  • Feb 25, 2022 18:07 IST
    পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে চলে আসছেন ভারতীয়রা

    প্রাণ বাঁচাতে কিয়েভ ছেড়ে পালাচ্ছেন ভারতীয় নাগরিকরা। পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে গাড়িতে করে চলে আসছেন ভারতীয়রা। ওয়ারশ-তে ভারতীয় দূতাবাস টুইট করে নাগরিকদের উদ্দেশে জানিয়েছে, তাঁরা যেন শেহনি-মেদিকা ক্রসিংয়ে অপেক্ষা করেন।



  • Feb 25, 2022 17:01 IST
    কিয়েভে পাতালরেলের স্টেশনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা

    রুশ বিমানের গোলাগুলি থেকে বাঁচতে কিয়েভে পাতালরেলের স্টেশনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভূগর্ভের গভীরে এই মেট্রো স্টেশন এখন ইউক্রেনবাসীর আশ্রয়স্থল।



  • Feb 25, 2022 16:59 IST
    নাগরিকদের উদ্ধার করতে নয়া পরিকল্পনা ভারতের

    ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে নয়া পরিকল্পনা ভারতের। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান চালানোর ভাবনা বিদেশ মন্ত্রকের।



  • Feb 25, 2022 15:53 IST
    মস্কোর প্রতিশোধ

    ব্রিটিশ উড়ান রাশিয়ার আকাশ পথ ব্যবহার করতে পারবে না। পড়ুন বিস্তারিত



  • Feb 25, 2022 14:46 IST
    রাশিয়ার উপর চাপ সৃষ্টি করুন, সরকারকে আবেদন আরএসএস-এর

    রাশিয়ার উপর চাপ সৃষ্টি করুন, যাতে ইউক্রেনের উপর হামলা বন্ধ করে। অন্য দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য সরকারকে আবেদন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। সংঘের জাতীয় কর্মসমিতির সদস্য ইন্দ্রেশ কুমার ভারত সরকারের কাছে আবেদন করেছেন।



  • Feb 25, 2022 14:43 IST
    চিন্তায় পূর্বস্থলীর আকিবের পরিবার

    রুশ হামলার শিকার ইউক্রেন। একের পর এক বোমা বর্ষণে লন্ডভন্ড সেদেশের একের পর এক শহর। গোলাপ আওয়াজ শুনেই থরহরিকম্প অবস্থা। চরম আতঙ্কে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। হামলা থেকে প্রাণে বাঁচতে হস্টেল থেকে বেরিয়ে কোনওমতে আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছে পড়ুয়ার দল। খাওয়া-দাওয়া অনিয়মিত, এভাবে চললে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো খাদ্য সঙ্কটের কবলে পড়তে হবে। জানা নেই, ভূগর্ভের আশ্রয় থেকে উঠে হস্টেলটিকেও আর আক্ষত দেখা যাবে কিনা। বিপর্যয়ের কবলে পড়া এইরকমই এক ছাত্র পূর্ব-বর্ধমানের পূর্বস্থলীর চুপি কালীতলার শেখ আকিব মোহাম্মদ। পড়ুন বিস্তারিত



  • Feb 25, 2022 11:47 IST
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বঙ্গের পড়ুয়া

    ইউক্রেনে আটকে দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রী নেহা খান। ঘোর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। বাবা-মায়ের সঙ্গে অনবরত ভিডিওকলে কথা নেহার। পড়ুন বিস্তারিত



  • Feb 25, 2022 10:50 IST
    কিয়েভ ঘিরে ফেলছে রুশ ফৌজ

    কিয়েভ ঘিরে ফেলছে রুশ ফৌজ। রাজধানী সংলগ্ন এলাকায় এয়ারস্ট্রাইক করে, সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে শহরের দখল নিতে চাইছে রাশিয়া।



  • Feb 25, 2022 10:28 IST
    আমি রাশিয়ার এক নম্বর টার্গেট: জেলেনস্কি

    আমি রাশিয়ার এক নম্বর টার্গেট, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। একটি টেলিভিশন বার্তায় রাশিয়ার উপর ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি।



  • Feb 25, 2022 10:25 IST
    আমি রাশিয়ার এক নম্বর টার্গেট: জেলেনস্কি

    আমি রাশিয়ার এক নম্বর টার্গেট, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। একটি টেলিভিশন বার্তায় রাশিয়ার উপর ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি।



  • Feb 25, 2022 09:32 IST
    ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন রাষ্ট্রদূত

    রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। পুতিনের দেশের এই পদক্ষেপ ঘিরে ভারতের অবস্থানে তাঁরা যারপরনাই অসন্তুষ্ট বলে জানালেন এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা। তবে শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তাঁরা আশাবাদী বলেও মন্তব্য করেন পোলিখা।



  • Feb 25, 2022 09:13 IST
    রুশ হামলায় নিহত ১৩৭ জন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলার প্রথম দিনেই ইউক্রেনে মারা গিয়েছে ১৩৭ জন।



  • Feb 25, 2022 08:45 IST
    জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

    ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে না আমেরিকা, ঘোষণা বাইডেনের।



  • Feb 25, 2022 08:42 IST
    হামলার প্রথম দিন সাফল্য দাবি রাশিয়ার

    ইউক্রেন হামলার প্রথম দিনে মৃত্যু শতাধিকের। সাফল্য দাবি রাশিয়ার।



  • Feb 25, 2022 08:40 IST
    পুতিনকে ফোন মোদীর

    ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে প্রায় ১৬ হাজার ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।



  • Feb 25, 2022 08:40 IST
    পুতিনকে ফোন মোদীর

    ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে প্রায় ১৬ হাজার ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।



  • Feb 24, 2022 21:21 IST
    ইউক্রেনের সেনা বিমান গুলি করে নামাল রুশ ফৌজ

    ইউক্রেনের সেনা বিমান গুলি করে নামাল রুশ ফৌজ। পাঁচ জন যাত্রীর মৃত্যু হয়েছে, জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ।



  • Feb 24, 2022 21:18 IST
    চের্নোবিল দখলের চেষ্টা রুশ ফৌজের

    চের্নোবিল দখলের চেষ্টা রুশ ফৌজের। আপ্রাণ চেষ্টা করে রক্ষা করছে ইউক্রেনের সেনা, জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি।



  • Feb 24, 2022 21:17 IST
    রাজধানী কিয়েভে কারফিউ জারি

    রাজধানী কিয়েভে কারফিউ জারি। রুশ হামলা হতেই রাজধানীতে কারফিউ জারি করল প্রশাসন।



  • Feb 24, 2022 19:09 IST
    ব্রিটিশ বিদেশ সচিব-জয়শঙ্কর কথা

    ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের।



  • Feb 24, 2022 18:34 IST
    বোমা শেল্টারে নাগরিকদের থাকতে বলল ভারতীয় দূতাবাস

    পরিস্থিতি বেগতিক কিয়েভে। উদ্ধার না হওয়া পর্যন্ত রাস্তায় না থেকে বোমা শেল্টারে নাগরিক-পড়ুয়াদের থাকতে বলল ভারতীয় দূতাবাসে।



  • Feb 24, 2022 18:13 IST
    ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ কপ্টারের হামলা

    কিয়েভের কাছে সামরিক ঘাঁটিতে একের পর এক রুশ হেলিকপ্টারের হামলা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পাল্টা গুলি করে চপার নামাল ইউক্রেনের সেনা। দেখুন ভিডিও-



  • Feb 24, 2022 18:01 IST
    নাগরিকদের শান্ত থাকতে বললেন ইউক্রেনে ভারতীয় দূত

    ভারতীয়দের শান্ত এবং ধৈর্য ধরতে বললেন ইউক্রেনে ভারতীয় দূত। পার্থ সথপতি টুইট করে ভারতীয় নাগরিকদের উদ্দেশে বার্তা দেন।



  • Feb 24, 2022 18:00 IST
    নাগরিকদের শান্ত থাকতে বললেন ইউক্রেনে ভারতীয় দূত

    ভারতীয়দের শান্ত এবং ধৈর্য ধরতে বললেন ইউক্রেনে ভারতীয় দূত। পার্থ সথপতি টুইট করে ভারতীয় নাগরিকদের উদ্দেশে বার্তা দেন।



  • Feb 24, 2022 17:57 IST
    নাগরিকদের উদ্ধার করতে ‘প্ল্যান-বি’ সাজাচ্ছে ভারত

    কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইউক্রেন থেকে ভারতে ফেরার সমস্ত বিশেষ বিমান বাতিল করা হয়েছে। কারণ, ইউক্রেন আকাশপথ বন্ধ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে ভারতীয় দূতাবাসের নির্দেশিকা প্রকাশ করেছেন।

    তাতে বলা হয়েছে, "নাগরিকদের উদ্ধার করতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে ভারত। দূতাবাস সমস্ত রকম সহযোগিতা করবে নাগরিকদের। বন্দোবস্ত পাকা হলেই বিস্তারিত জানানো হবে। ভারতীয়দের ইউক্রেনের পশ্চিম প্রান্তে স্থানান্তর করা হতে পারে। সমস্ত নাগরিকদের জানানো হচ্ছে, তাঁরা যেন সবসময় সঙ্গে পাসপোর্ট এবং জরুরি নথিপত্র রাখেন।" বিস্তারিত পড়ুন



  • Feb 24, 2022 15:03 IST
    নিহত ৫০ রুশ দখলদার'

    'প্রায় ৫০ জন রুশ দখলদারকে' হত্যা করা হয়েছে। দাবি ইউক্রেনের। খবর সংবাদ সংস্থা এএফপি-র।



  • Feb 24, 2022 15:01 IST
    মোদীর হস্তক্ষেপ দাবি

    ইউক্রেনে পরিস্থিতি ভয়ঙ্কর। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুতিন-জেলেনস্কির সঙ্গে কথা বলুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর এমনই আর্জি জানিয়েছেন ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা। মিডিয়া ব্রিফিং-য়ে পোলিখার দাবি, ভারত সেই রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম যারা রাশিয়াকে প্রভাবিত করতে পারে।

    এরমধ্যেই ইউক্রেনের আকাশপথ রাশিয়ার থেকে বাঁচাতে বিশ্বের কাছে আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদেমির জিলেনস্কি।



  • Feb 24, 2022 14:07 IST
    বন্ধ জাহাজ চলাচল

    ইউক্রেন, রাশিয়ার মধ্যে আজভ সাগরে দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিল মস্কো।



  • Feb 24, 2022 14:06 IST
    নিহত ইউক্রেনের সীমান্তরক্ষীবাহিনী, ব্যাঙ্ক থেকে নগদ তোলার উপর নিয়ন্ত্রণ

    ইউক্রেন সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর অ্যাকাউন্ট থেকে দৈনিক নগদ তোলার ঊর্ধ্বসীমার পরিমাণ বেঁধে দেওয়া হল। প্রতিদিন ১,০০,০০০ রিভনিয়াত ওঠানো যাবে। খবর রয়টার্সের। এক ইউক্রেনীয় রিভনিয়া ২.৫৫ রুপির সমান।

    এদিকে, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর তরফে প্রথম মৃত্যুর খবর মিলেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করেছে।



  • Feb 24, 2022 14:00 IST
    ইউক্রেনজুড়ে ধ্বংসলীলা

    রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিভিন্ন জায়গা এইভাবেই ধ্বংসপ্রাপ্ত



PM Narendra Modi russia Joe Biden Putin Ukraine Crisis eastern Ukraine Russia-Ukraine Conflict
Advertisment