Russia-Ukraine crisis Live Updates: রাশিয়ার সেনা আক্রমণের ঝাঁঝ বেড়েছে। রাজধানীকে রুশ দখলমুক্ত রাখতে মরিয়া ইউক্রেন। এই পরিস্থিতিতে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে কার্ফু জারি করেছেন মেয়র ভিটালি ক্লিটসকো। ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন যে, শহরে কার্ফুর সময় বিকেল ৫টা থেকে ভোর 8 টে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, 'কার্ফু চলাকালীন রাস্তায় বের হওয়া নাগরিকদের শত্রু দেশের সাবতেজ গোষ্ঠী ও নাশকতা গোষ্ঠীর সদস্য সদস্য হিসাবে বিবেচনা করা হবে।' দুই দিন আগে রাজধানী শহরে জারি কার্ফুর সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ছিল।
এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন রুখতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে কথা বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা পরিষদে ইউক্রেনকে সমর্থনের জন্য মোদীকে অনুরোধ করেছেন জেলেনস্কি। তাঁর দাবি, ১ লক্ষের বেশি রুশ হামলাকারী ইউক্রেনে প্রবেশ করেছে, আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা, গোলা ছোড়া হচ্ছে। ঐক্যবদ্ধভাবে আগ্রাসন রোখার আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট।
রাশিয়ার আক্রমণ জারি রয়েছে। সময়ের সঙ্গেই লড়াই তুঙ্গে উঠেছে ইউক্রেনে। এই হামলায় এখনও পর্যন্ত ১৯৮ জন নিহত হয়েছেন। জখম হাজারের বেশি। শনিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এই ঘোষণা করেছেন। তাঁর দাবি, মৃত ১৯৮ জনের মধ্যে রয়েছে ৩টি শিশু। তবে এটা স্পষ্ট নয় যে, এই সংখ্যায় সেনার মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে কিনা। ইউক্রেনের বাতাসে শুধুই বারুদের গন্ধ। রাজধানী কিয়েভে জারি রয়েছে য়ুদ্ধ। ইউক্রেন সেনা এবং সাধারণ মানুষের মিলিত প্রতিরোধের মুখে পড়ে আরও বড় আকারে হামলা চালাচ্ছে রাশিয়া। শনিবারই কিয়েভের বহুতলে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আট যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করছে রাশিয়ার। পালটা রাশিয়ার সাড়ে তিন হাজার সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। এই পরিস্থিতিতে ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে মুম্বইয়ে ফিরলেন ২১৯ ভারতীয়। তার মধ্যে অনেকেই পড়ুয়া। বিমানবন্দরে ওই পড়ুয়াদের স্বাগত জানালেন মন্ত্রী পীযূষ গোয়েল। রবিবার, ভারতীয়দের নিয়ে দিল্লিতে ফিরবে আরও একটি বিমান।
Read in English
-
Feb 26, 2022 19:42 ISTকিয়েভে জারি কার্ফু
রাজধানীকে রুশ দখলমুক্ত রাখতে মরিয়া ইউক্রেন। এই পরিস্থিতিতে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে কার্ফু জারি করেছেন মেয়র ভিটালি ক্লিটসকো। ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন যে, শহরে কার্ফুর সময় বিকেল ৫টা থেকে ভোর 8 টে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, 'কার্ফু চলাকালীন রাস্তায় বের হওয়া নাগরিকদের শত্রু দেশের সাবতেজ গোষ্ঠী ও নাশকতা গোষ্ঠীর সদস্য সদস্য হিসাবে বিবেচনা করা হবে।'
-
Feb 26, 2022 19:25 ISTমোদীকে ফোন জেলেনস্কির
ইউক্রেনে রুশ আগ্রাসন রুখতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় জানানো হয়েছে যে, 'প্রেসিডেন্ট জেলেনস্কি মোদীকে ফোন করেছিলেন। প্রায় ১ লক্ষ রুশ সেনা ইউক্রেনে ঢুকে হামলা
চালাচ্ছে, আবাসিক বাড়িগুলিতে কৌশলে ব্যাপক বোমা ফেলছে। ভারতকে নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রাসন থামাতে একসঙ্গে কাজ করতে হবে।'
অর্থাৎ, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি শনিবার ফোনে প্রধানমন্ত্রী মোদীকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছেন।
-
Feb 26, 2022 17:30 ISTরাশিয়ার কিয়েভ দখল কার্যত সময়ের অপেক্ষা?
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার দানিয়েছে যে, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া বেশিরভাগ রাশিয়ার সেনা এখন কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ৩০ কিলোমিটার (19 মাইল) দূরে রয়েছে।
এর আগে রুশ বাহিনী দক্ষিণ-পূর্ব শহর মেলিটোপোল দখল করেছে বলে রাশিয়া যে দাবি করেছিল তা খারিজ করে ব্রিটেন। যা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্কিত। বরিস জনসনের দেশের দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী দেশজুড়ে কঠোর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
-
Feb 26, 2022 16:09 ISTহামলায় নিহতের সংখ্যা জানালো ইউক্রেন
রাশিয়ার আক্রমণের ৭২ ঘন্টার বেশি অতিক্রান্ত। এই হামলায় এখনও পর্যন্ত ১৯৮ জন নিহত হয়েছেন। জখম হাজারের বেশি। শনিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এই ঘোষণা করেছেন। তাঁর দাবি, মৃত ১৯৮ জনের মধ্যে রয়েছে ৩টি শিশু। তবে এটা স্পষ্ট নয় যে, এই সংখ্যায় সেনার মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে কিনা। এক বিবৃতি বলা হয়েছে যে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে ৩৩ শিশুসহ ১,১১৫ জন আহত হয়েছেন।
-
Feb 26, 2022 10:38 ISTরাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন পোপ ফ্রান্সিস
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন পোপ ফ্রান্সিস। শুক্রবার তিনি রাশিয়ান দূতাবাসে গিয়েছিলেন। রাশিযার রাষ্ট্রদূতকে যুদ্ধ সম্পর্কে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আগেই অবশ্য ভ্যাটিক্যানের পক্ষ থেকে এই যুদ্ধের নিন্দা করা হয়েছিল। তারপরই পোপ রাশিয়ান দূতাবাসে গিয়ে তাঁর উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
-
Feb 26, 2022 10:11 ISTইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে যাচ্ছে বিমান
ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে যাচ্ছে ভারতীয় বিমান। হাঙ্গেরি ও রোমানিয়া থেকে উদ্ধার করা হবে ভারতীয়দের।
-
Feb 26, 2022 10:05 ISTরাষ্ট্রসংঘে ভেটো রাশিয়ার
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া। পুতিনের দেশের ইউক্রেনের হামলার বিরোধিতা করে ওঠে প্রস্তাব। রাশিয়ার ভেটোতে প্রস্তাব পাশ হয়নি।
-
Feb 26, 2022 10:03 ISTরাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত-চিন
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকল ভারত ও চিন। ভারত ও চিনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীও ভোটদানে বিরত থেকেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল আমেরিকা ও আলবেনিয়া। সেই প্রস্তাহে সমর্থন ছিল ১১ দেশের।