Advertisment

Russia-Ukraine crisis: রাশিয়া-ইউক্রেন বৈঠক নিস্ফলা, আত্মসমর্পণের কোনও প্রশ্নই নেই, জানালেন ইউক্রেনের প্রতিনিধি

Russia-Ukraine crisis Updates: ইউক্রেনকে আরও অস্ত্রসাহায্য করবে বলে জানাল ন্যাটো।

author-image
IE Bangla Web Desk
New Update
volodymyr zelensky

Russia-Ukraine crisis Live Updates: বেলারুশ সীমান্তে রাশিয়া-ইউক্রেন বৈঠকে জট ছাড়ল না। উভয়পক্ষই নিজের দাবিতে অনড় থাকল। রাশিয়ার প্রতিনিধি দাবি করল, ইউক্রেনকে আগে আত্মসমর্পণ করতে হবে। প্রশ্নই নেই বলে বৈঠকে উড়িয়ে দিলেন ইউক্রেনের প্রতিনিধি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তাঁর সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক ভালো। তিনি মধ্যস্থতা করতে চান বলে জানিয়েছেন।

Advertisment

প্রথম বৈঠক ব্যর্থ হওয়ার পরই সমস্ত রুশ সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পুতিন। পাশাপাশি, ন্যাটো দেশগুলোকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন। ইউক্রেনে হামলার জন্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো থেকে সড়কপথে যাচ্ছে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র।

পুতিনের অভিযোগ, রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন। রাশিয়ার হামলা রুখতে ইউক্রেন নিষিদ্ধ ফসফরাস ব্যবহার করছে বলেই অভিযোগ মস্কোর। খারকিভে লাগাতার সেনাসংখ্যা বাড়াচ্ছে রাশিয়া। রুশ হেলিকপ্টারের বদলে ইউক্রেনের সেনা ড্রোন ব্যবহার করছে। তাতে বেশ কিছু হেলিকপ্টারের ক্ষতি হয়েছে। খারকিভের স্কুলেও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে রাশিয়া।

তারমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর কাজ চলছে। অপারেশন 'গঙ্গা'য় ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি পড়ুয়াকে। ইউক্রেন থেকে আরও পড়ুয়াকে উদ্ধার করতে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাশিয়ার জন্য নিজের আকাশপথ বন্ধ করল ফ্রান্স। এর আগে বেলজিয়াম, ফিনল্যান্ড, ব্রিটেন, কানাডা, অস্ট্রিয়া, নরওয়ে তাদের আকাশপথ বন্ধ করেছে রাশিয়ার জন্য। ইউক্রেনকে অস্ত্র সাহায্য করার প্রতিশ্রুতি দিল ন্যাটো। আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধ বন্ধের আবেদন জানাল জেলেনস্কির দেশ।

সেই দৃশ্য ধরা পড়েছে। রাশিয়ার পরমাণু যুদ্ধের হুমকিতে ক্ষুব্ধ আমেরিকা। ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রাশিয়ার সড়কে বিক্ষোভ দেখানোর জন্যে ইতিমধ্যেই সাড়ে তিন হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

Read in English

  • Feb 27, 2022 21:02 IST
    ইউক্রেনের পাশে প্রিমিয়ার লিগের ক্লাবের ফুটবলাররা

    ফুটবল মাঠে পাশে থাকার বার্তা ফুটবলারদের। ইউক্রেনের পতাকা দেওয়া জার্সি পরে ম্যাঞ্চেস্টার সিটি এবং এভার্টন ক্লাবের ফুটবলাররা যুদ্ধ বন্ধ করার বার্তা দিলেন। তা দেখে চোখে জল ইউক্রেনের ফুটবলার ওলেকজান্দার জিনচেঙ্কোর।



  • Feb 27, 2022 20:39 IST
    খারকিভ দখল করতে ব্যর্থ রুশ সেনা, দাবি মেয়রের

    খারকিভে রুশ সেনাকে প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনা। খারকিভ দখল করতে ব্যর্থ রাশিয়ার সেনা। ফেসবুক পোস্ট দাবি করলেন শহরের মেয়র ওলেহ সিনেহুবভ। লিখলেন, রুশ শত্রু মানসিক ভাবে বিপর্যস্ত।



  • Feb 27, 2022 19:42 IST
    খারকিভ দখল করতে ব্যর্থ রুশ সেনা, দাবি মেয়রের

    খারকিভে রুশ সেনাকে প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনা। খারকিভ দখল করতে ব্যর্থ লালফৌজ। ফেসবুক পোস্ট দাবি করলেন শহরের মেয়র ওলেহ সিনেহুবভ। লিখলেন, রুশ শত্রু মানসিক ভাবে বিপর্যস্ত।



  • Feb 27, 2022 19:14 IST
    খারকিভ দখল করতে ব্যর্থ রুশ সেনা, দাবি মেয়রের

    খারকিভে রুশ সেনাকে প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনা। খারকিভ দখল করতে ব্যর্থ রাশিয়ার সেনা। ফেসবুক পোস্ট দাবি করলেন শহরের মেয়র ওলেহ সিনেহুবভ। লিখলেন, রুশ শত্রু মানসিক ভাবে বিপর্যস্ত।



  • Feb 27, 2022 16:33 IST
    ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে চেক প্রজাতন্ত্র

    শক্তিশালী রাশিয়াকে ঠেকাতে লড়ে যাচ্ছে ইউক্রেন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দিতে চলেছে চেক প্রজাতন্ত্র। রবিবার প্রধানমন্ত্রী পি ফিয়ালা জানান, কি পরিমাণে দেওয়া হবে তা নিয়ে বিস্তাসামরিকরিত বলতে পারবেন না তিনি। তবে ঠিক হয়েছে, মোট 188 মিলিয়ন মূল্যের সামরিক সামগ্রী পাঠানো হবে। এর মধ্যে রয়েছে মেশিনগান, অ্যাসল্ট রাইফেল, অন্যান্য হালকা অস্ত্র এবং গোলাবারুদ।



  • Feb 27, 2022 16:18 IST
    হত ৪,৩০০ সেনাকর্মী'

    ইউক্রেনে আগ্রাসনের দরুন রাশিয়া তাদের ৪,৩০০ সেনাকর্মীকে হারিয়েছে। ইউক্রেনের ডেপুটি ডিফেন্স মিনিস্টারহান্না মালিয়ার রবিবার এই দাবি করেছেন। নিজের ফেসবুক পেজে মালিয়ার জানিয়েছেন যে, রুশ বাহিনীর ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি যুদ্ধবিমান এবং ২৬টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে।



  • Feb 27, 2022 15:36 IST
    বরখাস্ত পুতিন

    আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) সাম্মানিক সভাপতি পদ থেকে বরখাস্ত করা হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রবিবার এই পদক্ষেপ করেছে আইজেএফ।



  • Feb 27, 2022 15:33 IST
    EU-এর কঠোর পদক্ষেপ

    রাশিয়াকে তাদের আকাশপথ ব্যবহার করতে নাও দিতে পারে ইউরোপীয়ান ইউনিয়নের আওচাধীন দেশগুলি। এই ইস্যুতে রবিবার রাতে ইইউভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    ইতিমধ্যেই ইউনিয়নের বেশ কয়েকটি দেশ পৃথকভাবে তাদের আকাশ সীমানায় রুশ বিমান চলাচল বন্ধ করেছে।



  • Feb 27, 2022 14:42 IST
    যে পথে ইউক্রেন আক্রমণ রাশিযার



  • Feb 27, 2022 14:35 IST
    রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ফিনল্যান্ড

    ইউরোপের একাধিক দেশের মতই নিজেদের আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করার পথে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত প্রায় ৮০০ মাইল। ফিনল্যান্ডের পরিবহণ মন্ত্রী টিমো হারাক্কা টুইটারে লিখেছেন, 'রুশ বিমান চলাচলের জন্য ফিনল্যান্ড নিজেদের আকাশসীমা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।'



  • Feb 27, 2022 14:08 IST
    রুশ প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

    প্রতিবেশী বেলারুশে আলোচনা হতে পারে। ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। রবিবার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। জাতীয় উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি বলেছিলেন যে, যেসব দেশ ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণকে সমর্থন করেনি সেই সব দেশে আলোচনার জন্য রাজি তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, মিনস্কে আলোচনা হতেই পারত যদি রাশিয়া বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনকে আক্রমণ না করত।



  • Feb 27, 2022 14:07 IST
    রুশ প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

    প্রতিবেশী বেলারুশে আলোচনা হতে পারে। ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। রবিবার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। জাতীয় উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি বলেছিলেন যে, যেসব দেশ ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণকে সমর্থন করেনি সেই সব দেশে আলোচনার জন্য রাজি তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, মিনস্কে আলোচনা হতেই পারত যদি রাশিয়া বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনকে আক্রমণ না করত।



  • Feb 27, 2022 12:30 IST
    খারকিভে ঢুকে পড়ল রুশ সেনা

    খারকিভে ঢুকে পড়ল রুশ সেনা কনভয়। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে এখন রুশ সেনার বুটের আওয়াজে গমগম। দেখুন ভিডিও-



  • Feb 27, 2022 11:28 IST
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে জাপানি ধনকুবের

    রাশিয়ার হামলায় তছনছ ইউক্রেনের একাধিক শহর। ইতিমধ্যেই ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত জার্মানি-অস্ট্রেলিয়ার। এবার ইউক্রেনের পাশে দাঁড়ালেন জাপানি ধনকুবের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি।



  • Feb 27, 2022 10:33 IST
    রুশ কনভয় রোখার চেষ্টা ইউক্রেনীয় যুবকের

    ঠিক যেন তিয়েনআনমেন স্কোয়ারে ট্যাঙ্ক ম্যানের দৃশ্য। রুশ সেনা কনভয়কে রাস্তায় দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করলেন ইউক্রেনীয় যুবক। ভিডিও ভাইরাল।



  • Feb 27, 2022 10:30 IST
    ইউক্রেনের পাশে জাপানি ধনকুবের

    জাপানি ধনকুবের হিরোশি মিকি মিকিতানি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন। ইউক্রেন সরকারকে ৮৭ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।



  • Feb 27, 2022 08:45 IST
    কিয়েভের দক্ষিণে ভয়াবহ বিস্ফোরণ

    সংবাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী রুশ বাহিনী চারদিক থেকে ইউক্রেনের রাজধানীর দিকে ঢুকছে। রবিবার ভোরে ভ্যাসিলকিভের কিয়েভের দক্ষিণে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।



PM Narendra Modi Vladimir Putin Ukraine Crisis Russia-Ukraine Row Russia-Ukraine Conflict
Advertisment