Advertisment

যুদ্ধবিরতি উঠতেই ইউক্রেনে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াল রাশিয়া

শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মারিউপোল, ভলনোখোভা দিয়ে সাধারণ নাগরিকদের বেরনোর সুযোগ দেয় রুশ সেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia-Ukraine War Live Updates, Nato says 7,000 to 15,000 Russian troops dead in Ukraine war

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু-মিছিল।

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি উঠতেই আরও বেশি আক্রমণাত্মক রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে আক্রমণাত্মক পদক্ষেপ আবার শুরু হয়েছে। শনিবার দিনের শুরুতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

Advertisment

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, ইউক্রেনজুড়ে রাশিয়ান সেনার আক্রমণে বেশ কয়েকটি শহর দখলে এসেছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, রুশ বাহিনী গুলি করে নামিয়েছে চারটি ইউক্রেনীয় Su-27 জেট। অন্যদিকে, TASS নিউজ এজেন্সি জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ান বাহিনী স্থলপথে চালানো হামলায় ৬৯টি বিমান ধ্বংস করেছে। একইভাবে আকাশপথে হামলা চালিয়ে ২১টি বিমান ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন- প্রবল গোলাবর্ষণে উধাও পরিবহণ, সুমি-র পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

উল্লেখ্য, শনিবার যুদ্ধের দশম দিনে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। শনিবার ভারতীয় সময় সকাল ১১.৩০টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আটকে থাকা সাধারণ নাগরিকদের নিরাপদে বেরতে সময় দিতেই ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। মারিউপোল, ভলনোখোভা দিয়ে ‘হিউম্যান করিডোর’ করে সাধারণ নাগরিকদের বেরনোর সুযোগ দেয় রুশ সেনা।

মস্কোর সময় সকাল ১০টা থেকে ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে সেই যুদ্ধবিরতি উঠে যায়। তারপর থেকেই ফের ইউক্রেনে মুহুর্মুহূ গোলাবর্ষণ শুরু করেছে রুশ সেনা। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জানিয়েছেন, মস্কো ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন ঘোষণা করাকে "সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ" হিসেবেই বিবেচনা করবে। শনিবার মহিলা পাইলটদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন পুতিন।

Read story in English

Vladimir Putin Ukraine Crisis Russia-Ukraine Row Russia-Ukraine Conflict Zelenskyy
Advertisment