দু’টি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামাল ইউক্রেন সেনা। এমনই দাবি করেছে জেলেনস্কি সরকার। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের প্রায় সব অঞ্চলে ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। যুদ্ধের চতুর্থ সপ্তাহে আরও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার উদ্দেশে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির মন্তব্য, ‘‘এই যুদ্ধের কুফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম।’’ একই সঙ্গে তিনি আবারও রাশিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
যদিও রাশিয়া হামলা জারি রেখেছে। রাশিয়া এই যুদ্ধে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে। প্রতিদিন ইউক্রেনের বুকে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। আছড়ে পড়ছে বিমান থেকে ছোড়া গোলা। ছুটে আসছে ঝাঁকেঝাঁকে গুলিও। আর, এরফলেই অসংখ্য সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে।
বেসরকারি মতে মৃতের সংখ্যাটা অনেক বেশি। বহু জায়গায় আহতদের অনেকে মারাও গিয়েছেন। শুধুমাত্র একটা স্কুলেই ৪০০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন। এই স্কুলবাড়িতে যুদ্ধের ফলে ঘরহারা মানুষজন আশ্রয় নিয়েছিলেন। কিন্তু, যেখানে তাঁরা আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়িতেই আছড়ে পরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। গোটা বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তার তলায় চাপা পড়েন ৪০০ জন।
এদিকে ইউক্রেনে যুদ্ধের বলি হয়েছেন অন্ততপক্ষে ৯০২ জন সাধারণ নাগরিক। এমনই তথ্য তুলে ধরেছে রাষ্ট্রসংঘ প্রতিদিনই অসংখ্য লোকের মৃত্যু হয়েছে ইউক্রেনে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ জানাল নিহত সাধারণ নাগরিকের সংখ্যা কমপক্ষে ৯০২ জন। আহত ১,৪৫৯ জন।
আরো পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পোপ ফ্রান্সিস, আহত শিশুদের দেখতে হাজির হাসপাতালে
রবিবার ইউক্রেন সরকার দাবি করেছে, তারা তিনটি রুশ যুদ্ধবিমান গুলি করে নামানোর পর আকাশপথে পুতিন-সেনার আনাগোনা কমেছে। সুমি, টার্নোপিল, পোলটভা, খারকিভ, ওডেসা— ইউক্রেনের প্রায় সমস্ত অঞ্চলে সাইরেন লাগানো হয়েছে। রাশিয়া এই যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা স্বীকার করেনি।
এই যুদ্ধের আবহে সুমির একটি অনাথ আশ্রম থেকে ৭১টি শিশুকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশির ভাগ শিশুর স্বাস্থ্যের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে সুমির প্রশাসন। সেই সঙ্গে রোমে তেমনই এক হাসপাতালে জখম ইউক্রেনীয় শিশুদের দেখতে আচমকাই হাজির হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। শিশুদের স্পর্শ করে আশীর্বাদের পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করলেন, আশ্বাস দিলেন অভিভাবকদের। আর সেই সঙ্গে ‘যুদ্ধবাজ’ তকমা দিয়ে রাশিয়ার নিন্দায় মুখর হলেন তিনি। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি শিশু উদ্বাস্তু হয়ে গিয়েছে। সেই সঙ্গে যুদ্ধে নিহত শিশুর সংখ্যা ৮৭।
Read story in English