Advertisment

রুশ হামলায় ইউক্রেনে মৃত্যু-মিছিল, মারিউপোলে ৩০০ জনের মৃত্যুর আশঙ্কা

গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোল শহরের একটি থিয়েটার হলে বিমান হামলা চালায় রুশ সেনা। সেই হামলায় কমপক্ষে ৩০০ জনের মৃত্যুর আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia-Ukraine War, 300 feared dead in Mariupol theatre bombing

রুশ বাহিনীর উপর্যুপরি হামলায় ইউক্রেনে মৃত্যু-মিছিল অব্যাহত। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোল শহরের একটি থিয়েটার হলে বোমা-বর্ষণ চালায় রুশ সেনা। ভয়াবহ সেই হামলায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

মারিউপোলের একটি স্থানীয় সূত্রকে ঊদ্ধৃত করে সংবাদসংস্থা এফএফপি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে মেলা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, রুশ বিমানের হামলার জেরে মারিউপোলের একটি থিয়েটার হলে থাকা প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারই ইউক্রেন জানিয়েছিল তাদের বাহিনী রাশিয়ার দখল করে নেওয়া বার্দিয়ানস্ক বন্দরে থাকা রুশ জাহাজ ‘ওরস্ক’ ধ্বংস করে দিয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একটি ডকে লাগা আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই সঙ্গে বিস্ফোরণের ঝলকানিও দেখা গিয়েছে।

ইউক্রেনে রুশ হামলার কড়া নিন্দা জারি রেখেছে আমেরিকা। ভ্লাদিমির পুতিনের দেশের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে আমেরিকা-সহ পশ্চিমী বিশ্বের অন্য দেশগুলিও।

আরও পড়ুন- রাশিয়ার আনা প্রস্তাবেও রাষ্ট্রসংঘে ভোটাভুটিতে বিরত ভারত, প্রস্তাব খারিজ

এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে ফের একবার রাশিয়া ইস্যুতে নিরপেক্ষ অবস্থান পোক্ত করেছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করেছিল রাশিয়া। তা নিয়ে ভোটাভুটি হয়। রাশিয়ার প্রস্তাবে সাড়া না দিয়ে সেই ভোটাভুটিতেও বিরত থেকেছে ভারত।

সেই প্রস্তাব যথারীতি আমেরিকা ও নিরাপত্তা পরিষদের অন্য দেশগুলোও সমর্থন করেনি। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র দুটি। একটি রাশিয়ার, অন্যটি চিনের। স্বভাবতই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আনা এই প্রস্তাব গৃহীত হয়নি। এর আগেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব সমর্থন করেনি ভারত। যার বিরুদ্ধে সরব হয়েছিল আমেরিকা। রাষ্ট্রসংঘে গত এক মাসে মস্কোর বিরুদ্ধে আনা একাধিক প্রস্তাবের ক্ষেত্রে ভোটদানে বিরত থেকেছে নয়াদিল্লি।

Read story in English

Russia Ukraine conflict Mariupol Russia-Ukraine War
Advertisment