রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের মারিউপোল বন্দরে আজোভস্টাল ধাতুবিদ্যা প্ল্যান্টে প্রবেশের চেষ্টা চালাল। মঙ্গলবার একথা জানিয়েছেন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র এডুয়ার্ড বাসুরিন। কোনও মানবিক করিডর খোলা না-থাকায় টানা তিন দিন মারিউপোল শহরে আটকে রয়েছেন সাধারণ নাগরিকরা। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইতিমধ্যেই তাদের দেশের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে।
নতুন করে শুরু হওয়া এই হামলায় বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ রাশিয়া তাঁদের দেশের পূর্বাঞ্চলের ডনবাস শহর দখলের জন্য যুদ্ধ শুরু করেছে। রাশিয়ার সেনাবাহিনীর একটা বড় অংশ এই হামলায় অংশ নিয়েছে।
এর মধ্যেই জেলেনস্কি সোমবার আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ সংক্রান্ত একটি সম্পূর্ণ পূরণ করা প্রশ্নপত্র একজন রাষ্ট্রদূতের কাছে জমা দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, তাঁর বিশ্বাস যে এই পদক্ষেপ কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদনকারী প্রার্থীর মর্যাদা দেবে।
এর মধ্যেই রাশিয়া আবার মারিউপোল বন্দরে আজোভস্টাল ধাতুবিদ্যা প্ল্যান্টে লুকিয়ে থাকা ইউক্রেনের সেনাদের মঙ্গলবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই রাশিয়ার বাহিনী মারিউপোল অবরুদ্ধ করে রেখেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সমরাস্ত্র-সহ সেনাবাহিনীর জওয়ানদের পাঠানোর পর থেকেই সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার সাক্ষী হয়েছে এই মারিউপোল। রাশিয়ার প্রতিরক্ষা দফতর মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনে একরাতে ১,২৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
রাশিয়ার বিমান ধ্বংসকারী বাহিনী ডোনেত্স্কে ইউক্রেনের একটি মিগ-২৯ বিমান ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনে হামলার জেরে নিউজিল্যান্ড মঙ্গলবার রাশিয়ার বৃহত্তম ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী নানাইয়া মাহুতা জানিয়েছেন, তাঁরা রুশ সেনাবাহিনীর বর্বরতার রিপোর্টে গভীরভাবে উদ্বিগ্ন। সেই কারণেই নিষেধাজ্ঞা বাড়ানো হল।
ইউক্রেনের সেনাপ্রধান মঙ্গলবার জানিয়েছেন যে, রাশিয়ার বাহিনী তাঁদের দেশের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল সম্পূর্ণ নিজেদের কবজায় নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, লিভিভ শহরেও তারা হামলা চালিয়েছে।
Read story in English