Advertisment

রুশ মিসাইল হানায় 'তাসের ঘর' কিয়েভের বহুতল, দেখুন সেই মুহূর্তের ভিডিও

আত্মসমর্পণের রটনা উড়িয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির।

author-image
IE Bangla Web Desk
New Update
russian missile strikes high-rise residential building in Kyiv

রাশিয়ার মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের বহুতল।

অনবরত চলছে রুশ সেনার আক্রমণ। তার মধ্যেই রাশিয়ার বাহিনীকে প্রাণপণে আটকে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন সেনার। একসময় ইউক্রেনের রাজধানী শহরে কিয়েভেরুশ সৈন্যরা আটকে পড়েছিল। নিস্তার পেতে তাই পাল্টা মিসাইল ক্রুজ হামলাকেই হাতিয়ার করল পুতিনের বাহিনী। শনিবার কিয়েভের একটি বহুতল আবাসনে রাশিয়ার সেনারা ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। বিকট শব্দে গর্জে ওঠে গোটা শহর। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। মিসাইলটি বহুতলটির একাধিক তলা ধ্বংস করেছে। এমনটাই জানিয়েছে, দ্য গার্ডিয়ান।

Advertisment

একটি অন্য বহুতলে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে বহুতল আবাসনে মিসাইল হামলার মুহূর্তটি দেখা যায়। যা অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা রুশ মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত আবাসনটির একটি ছবি শেয়ার করেছেন। গোটা বিশ্বের কাছে রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার এবং সেদেশের অর্থনীতিকে ধ্বংস করারও আহ্বান জানিয়েছেন।

টুইটে কুলেবা লিখেছেন, 'রাশিয়ার স্থল বাহিনী, মিসাইল আক্রমণে মধ্যেই আরেকটি রাত কাটালো আমাদের দুর্দান্ত, শান্তিপূর্ণ শহর কিভ। রুশ বাহিনী কিয়েভের একটি আবাসিক বহুতলে আঘাত করেছে'

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দু'টি মিসাইল হামলা চালায় রাশিয়ার সেনা। একটি মিসাইল আক্রমণ ঝুলিয়ানি বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় করা হয়। অন্যটি, সেভাস্তোপল স্কোয়ারের কাছে হয়।

আরও পড়ুন- LIVE: রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত নিহত ১৯৮, ঘোষণা ইউক্রেনের

শনিবার শুরু থেকেই রাজধানী জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, ইউক্রেনের আধিকারিকরা বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে এবং আটকে রাখার জন্য সতর্ক করেছেন।

রাশিয়ার সেনারা বেশ কয়েকটি শহরে হামলা চালিয়ে রাজধানীর দিয়ে এগিয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ, ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার কিয়েভের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভাসিলকিভ শহরের চারপাশে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে।

Read in English

Russia-Ukraine Conflict Russia-Ukraine Row Ukraine Crisis Ukraine Indian Embassy in Kyiv
Advertisment